মুর্শিদাবাদ, 11 নভেম্বর: মুর্শিদাবাদ জেলার ভরতপুর 1 নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে তৃণমূলের পতাকা হাতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা (TMC Workers Locked TMC Gram Panchayat Office at Bharatpur)।
গত কয়েক মাস আগে প্রাক্তন প্রধান হরপ্রসাদ ঘোষের বিরুদ্ধে ওই গ্রাম পঞ্চায়েতের 7 জন সদস্য অনাস্থা আনেন । গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অনাস্থা আনার পর পদ থেকে ইস্তফা দেন প্রধান। এরপর থেকে গ্রাম পঞ্চায়েতে প্রধান পদে কাউকে নিয়োগ করা হয়নি । অবিলম্বে গ্রাম পঞ্চায়েতে প্রধান নিয়োগ এবং বোর্ড গঠন করার দাবি তুলে মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাতজন পঞ্চায়েত সদস্য গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েতের সামনে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং গ্রাম পঞ্চায়েত ভবনে তালা ঝুলিয়ে দেন । যার ফলে পঞ্চায়েত অফিসের ভিতরে প্রবেশ করতে পারেননি কোনও কর্মী ।
আরো পড়ুন: ‘ভাইপোর সঙ্গে ফিরহাদের লড়াই হলে কালীঘাটে বোমা পড়বে’, বিতর্কিত মন্তব্য সৌমিত্র'র
বিক্ষোভকারী ওই 7 পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রাম পঞ্চায়েতে কোনও প্রধান না থাকায় সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে । বড়ঞা বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ভরতপুর এক নম্বর ব্লকের উত্তর সংগঠনিক ব্লক সভাপতি সঞ্জয় সারখেল ভরতপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবিদা সুলতানার সঙ্গে যোগ সাজোশ করে গ্রাম পঞ্চায়েতে কোনও প্রধান নিয়োগ করতে দিচ্ছেন না বলে অভিযোগ ।
যদিও ওই পঞ্চায়েত সদস্যদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভরতপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর সংগঠনিক ব্লকের সভাপতি সঞ্জয় সরখেল বলেন, "যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা তৃণমূল কংগ্রেসের কেউ না । বর্তমানে ওই পঞ্চায়েত তৃণমূলের দখলে নেই । কে কোথায় কে কি করছে এ বিষয়ে তৃণমূলের দায় নেই । পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল সদস্যদের পঞ্চায়েতের সামনে বিক্ষোভ আবারও ভরতপুরের তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে বুঝিয়ে দিল ।"