ETV Bharat / state

Panchayat Board Formation: সুতিতে কংগ্রেস-বিজেপির সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্ষুব্ধ তৃণমূলী

author img

By

Published : Aug 14, 2023, 7:08 PM IST

Panchayat Board Formation in Murshidabad: সোমবার মুর্শিদাবাদের সুতি-1 পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছেন হাজেরা সুলতানা ৷ তাঁকে সমর্থন করে বিজেপি ও কংগ্রেস ৷ হাজেরা বিক্ষুব্ধ তৃণমূলী ৷ বিজেপি ও কংগ্রেসের সঙ্গে মিলে তিনি হারিয়েছেন তৃণমূল অনুমোদিত সভাপতি পদপ্রার্থীকে ৷

TMC
তৃণমূল
সুতিতে কংগ্রেস-বিজেপির সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্ষুব্ধ তৃণমূলী

সুতি, 14 অগস্ট: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । দলের অনুমোদিত প্রার্থীকে ভোটাভুটিতে হারিয়ে দিলেন বিক্ষুব্ধ তৃণমূলীরা ৷ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিক্ষুব্ধ তৃণমূলের মহিলা সদস্য হাজেরা সুলতানা । এর জন্য তিনি পাশে পেলেন ওই পঞ্চায়েত সমিতিতে জিতে আসা কংগ্রেস ও বিজেপির সদস্য়দের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে ৷

এ দিন মুর্শিদাবাদের সুতি-1 পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল । 12-6 ভোটে জয়ী হয়ে সুতি-1 পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাজেরা সুলতানা । সোমবার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সুতি-1 বিডিও অফিস প্রাঙ্গনে সেই ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসেরই ঘোষিত সভাপতি পদপ্রার্থীকে হারিয়ে কংগ্রেস ও বিজেপির সমর্থনে সভাপতি নির্বাচিত হন তিনি । আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ৷

18 আসনের বিশিষ্ট সুতি-1 পঞ্চায়েত সমিতিতে এবারে 12টি আসনে জেতে তৃণমূল কংগ্রেস । পাশাপাশি বিজেপি পায় তিনটি ও কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করে । সোমবার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তৃণমূলের ব্লক সভাপতি সেরাজুল ইসলামের স্ত্রী জোহরা বিবির নাম প্রস্তাব করা হয় । কিন্তু তাতেই কার্যত আপত্তি করেন তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর চার পঞ্চায়েত সমিতির সদস্য ।

ক্ষুব্ধ হয়ে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গিয়ে বিরোধী বিজেপি ও কংগ্রেস সদস্যদের সঙ্গে মিশে যান বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী । চার বিক্ষুব্ধ ও কংগ্রেস-বিজেপির ছয় সদস্য যৌথভাবে তৃণমূলের মধ্য থেকেই হাজেরা সুলতানার নাম প্রস্তাব করেন সভাপতি হিসেবে । ভোটাভুটির সময় সেই দশজনের সঙ্গে যোগ দেন তৃণমূলেরই আরও দু’জন সদস্য । ফলে 12-6 ভোটে তৃণমূলেরই প্রার্থীকে হারিয়ে সুতি-1 পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসেরই হাজেরা বিবি ।

আরও পড়ুন: বাম-কংগ্রেস ও বিজেপির সমর্থনে পঞ্চায়েত প্রধান নির্বাচন সোমপাড়ায়

দলের প্রার্থীকে হারিয়ে দলেরই অন্য গোষ্ঠীর সভাপতি ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয় সুতি-1 ব্লকে । যদিও সহ-সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন জিয়ারত আলি ।

সুতিতে কংগ্রেস-বিজেপির সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি বিক্ষুব্ধ তৃণমূলী

সুতি, 14 অগস্ট: পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ঘিরে সামনে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব । দলের অনুমোদিত প্রার্থীকে ভোটাভুটিতে হারিয়ে দিলেন বিক্ষুব্ধ তৃণমূলীরা ৷ পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন বিক্ষুব্ধ তৃণমূলের মহিলা সদস্য হাজেরা সুলতানা । এর জন্য তিনি পাশে পেলেন ওই পঞ্চায়েত সমিতিতে জিতে আসা কংগ্রেস ও বিজেপির সদস্য়দের ৷ সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতিতে ৷

এ দিন মুর্শিদাবাদের সুতি-1 পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন ছিল । 12-6 ভোটে জয়ী হয়ে সুতি-1 পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর হাজেরা সুলতানা । সোমবার পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সুতি-1 বিডিও অফিস প্রাঙ্গনে সেই ভোটাভুটিতে তৃণমূল কংগ্রেসেরই ঘোষিত সভাপতি পদপ্রার্থীকে হারিয়ে কংগ্রেস ও বিজেপির সমর্থনে সভাপতি নির্বাচিত হন তিনি । আর যা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ৷

18 আসনের বিশিষ্ট সুতি-1 পঞ্চায়েত সমিতিতে এবারে 12টি আসনে জেতে তৃণমূল কংগ্রেস । পাশাপাশি বিজেপি পায় তিনটি ও কংগ্রেস তিনটি আসনে জয়লাভ করে । সোমবার পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় প্রশাসনের পক্ষ থেকে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তৃণমূলের ব্লক সভাপতি সেরাজুল ইসলামের স্ত্রী জোহরা বিবির নাম প্রস্তাব করা হয় । কিন্তু তাতেই কার্যত আপত্তি করেন তৃণমূলেরই বিক্ষুব্ধ গোষ্ঠীর চার পঞ্চায়েত সমিতির সদস্য ।

ক্ষুব্ধ হয়ে সভাকক্ষ ছেড়ে বেরিয়ে গিয়ে বিরোধী বিজেপি ও কংগ্রেস সদস্যদের সঙ্গে মিশে যান বিক্ষুব্ধ তৃণমূল গোষ্ঠী । চার বিক্ষুব্ধ ও কংগ্রেস-বিজেপির ছয় সদস্য যৌথভাবে তৃণমূলের মধ্য থেকেই হাজেরা সুলতানার নাম প্রস্তাব করেন সভাপতি হিসেবে । ভোটাভুটির সময় সেই দশজনের সঙ্গে যোগ দেন তৃণমূলেরই আরও দু’জন সদস্য । ফলে 12-6 ভোটে তৃণমূলেরই প্রার্থীকে হারিয়ে সুতি-1 পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হন তৃণমূল কংগ্রেসেরই হাজেরা বিবি ।

আরও পড়ুন: বাম-কংগ্রেস ও বিজেপির সমর্থনে পঞ্চায়েত প্রধান নির্বাচন সোমপাড়ায়

দলের প্রার্থীকে হারিয়ে দলেরই অন্য গোষ্ঠীর সভাপতি ঘিরে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয় সুতি-1 ব্লকে । যদিও সহ-সভাপতি হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন জিয়ারত আলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.