ETV Bharat / state

গাড়িতে পুলিশের ভুয়ো স্টিকার, গ্রেপ্তার ৩ - Three person were arrested

সাদা রঙের স্করপিও গাড়িতে সাদা রঙের পুলিশ লেখা স্টিকার দেখে সন্দেহ হয় পোস্টে নিযুক্ত থাকা পুলিশকর্মীদের ৷ তারপরই গাড়িটি বাজেয়াপ্ত করে পুলিশ ৷

murshidabad
murshidabad
author img

By

Published : Sep 7, 2020, 9:42 PM IST

বহরমপুর, 7 সেপ্টেম্বর : লকডাউনের মাঝে নাকা চেকিংয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল বৈদ্যুতিক সরঞ্জাম। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর মেলায় প্রথমে আটক করা হয় চালক সহ তিনজনকে। পরে তাদের গ্রেপ্তার করা হয় । বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও ৷ সেপ্টেম্বরের আজ প্রথম লকডাউনের দুপুরে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা । তিন অভিযুক্তকে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷


আজ লকডাউন থাকায় দুপুরে বহরমপুর বাসস্ট্যান্ডে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই একটি সাদা রঙের স্করপিও গাড়িতে সাদা রঙের পুলিশ লেখা স্টিকার দেখে সন্দেহ হয় পোস্টে নিযুক্ত থাকা পুলিশকর্মীদের ৷ সচারাচর লাল রঙের পুলিশ লেখা স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। তারপরই গাড়িটি আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা তিন ব্যক্তি জানায় গাড়িটি বারাসত SDPO-র গাড়ি। কিন্তু প্রয়োজনীয় কোনও নথি দেখাতে পারেনি তারা। সেই সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন জবাব মেলায় গাড়ি সহ ওই তিনজনকে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয় ।

গাড়িটিতে তল্লাশি চালিয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম ও বিদ্যুৎ কর্মীদের ব্যবহৃত সরঞ্জাম মিলেছে গাড়িটির থেকে । কী উদ্দেশ্যে ওই তিন ব্যক্তি পুলিশ লেখা গাড়ি নিয়ে লকডাউনে বেরিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

বহরমপুর, 7 সেপ্টেম্বর : লকডাউনের মাঝে নাকা চেকিংয়ে পুলিশের স্টিকার লাগানো গাড়িতে তল্লাশি চালিয়ে মিলল বৈদ্যুতিক সরঞ্জাম। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন উত্তর মেলায় প্রথমে আটক করা হয় চালক সহ তিনজনকে। পরে তাদের গ্রেপ্তার করা হয় । বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিও ৷ সেপ্টেম্বরের আজ প্রথম লকডাউনের দুপুরে বহরমপুর বাসস্ট্যান্ড এলাকার ঘটনা । তিন অভিযুক্তকে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷


আজ লকডাউন থাকায় দুপুরে বহরমপুর বাসস্ট্যান্ডে নাকা তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই একটি সাদা রঙের স্করপিও গাড়িতে সাদা রঙের পুলিশ লেখা স্টিকার দেখে সন্দেহ হয় পোস্টে নিযুক্ত থাকা পুলিশকর্মীদের ৷ সচারাচর লাল রঙের পুলিশ লেখা স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। তারপরই গাড়িটি আটক করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে গাড়িতে থাকা তিন ব্যক্তি জানায় গাড়িটি বারাসত SDPO-র গাড়ি। কিন্তু প্রয়োজনীয় কোনও নথি দেখাতে পারেনি তারা। সেই সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন জবাব মেলায় গাড়ি সহ ওই তিনজনকে বহরমপুর থানায় নিয়ে যাওয়া হয় ।

গাড়িটিতে তল্লাশি চালিয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম ও বিদ্যুৎ কর্মীদের ব্যবহৃত সরঞ্জাম মিলেছে গাড়িটির থেকে । কী উদ্দেশ্যে ওই তিন ব্যক্তি পুলিশ লেখা গাড়ি নিয়ে লকডাউনে বেরিয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.