ETV Bharat / state

Migrant Labourers Death in UP: গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের - উত্তরপ্রদেশের গাজিয়াবাদ

Migrant Labourers Death in Uttar Pradesh: মুর্শিদাবাদের তিনজন বাসিন্দা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিলেন ৷ সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয়েছে ৷

Migrant Labourers Death in UP
গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 2:12 PM IST

Updated : Aug 26, 2023, 4:03 PM IST

গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের

জঙ্গিপুর, 26 অগস্ট: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ হারাতে হল পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দাকে ৷ তাঁরা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফরাক্কার বাসিন্দা ৷ উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ৷ সেখানেই বিদ্যুৎস্পষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয় ৷ মৃতদের নাম - গোকুল মণ্ডল (44), শুভঙ্কর রায় (31) ও ইসরাইল শেখ (33) । মৃতদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটিতে । শুভঙ্করের বাড়ি ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে । ইসরাইল ফরাক্কা থানার ইমামনগরের বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাঁরা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যান ৷ সেখানে কাজ করতে যাবেন বলে তাঁরা দাদনে টাকাও নিয়েছিলেন ৷ নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রির কাজ করছিলেন তাঁরা । সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হন ওই তিন শ্রমিক । তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । গাজিয়াবাদে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটি এলাকার দুই শ্রমিকের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ তিনটি পরিবার ৷ পরিবারের তরফে দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে মৃত বেড়ে 23, সবাই মালদার

উল্লেখ্য, গত বুধবার উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরামে একটি নির্মীয়মান রেলসেতু ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে 24 জন পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা ৷ এই ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার ৷ রেলের তরফেও আর্থিক সাহায্য করা হয়েছে ওই পরিবারগুলিকে ৷ ওই সাহায্য আবার পৌঁছে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তার পর আবারও ভিনরাজ্য়ে কাজ করতে গিয়ে বাংলার তিন পরিযায়ী শ্রমিকের ৷

প্রসঙ্গত, মিজোরামের ঘটনা নিয়ে বাংলার মানুষের অন্য রাজ্যে কাজ করতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আবেদন জানান ৷ তাঁদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন ৷ কিন্তু বিজেপির তরফে দাবি করা হয়, বাংলায় কাজ নেই ৷ তাই এই রাজ্যের মানুষ বাধ্য হয়ে ভিনরাজ্যে যাচ্ছেন কাজ করতে ৷

গাজিয়াবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মুর্শিদাবাদের তিন পরিযায়ী শ্রমিকের

জঙ্গিপুর, 26 অগস্ট: ফের ভিনরাজ্যে কাজে গিয়ে প্রাণ হারাতে হল পশ্চিমবঙ্গের তিনজন বাসিন্দাকে ৷ তাঁরা মুর্শিদাবাদের সামশেরগঞ্জ এবং ফরাক্কার বাসিন্দা ৷ উত্তরপ্রদেশে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন ৷ সেখানেই বিদ্যুৎস্পষ্ট হয়ে তাঁদের মৃত্যু হয় ৷ মৃতদের নাম - গোকুল মণ্ডল (44), শুভঙ্কর রায় (31) ও ইসরাইল শেখ (33) । মৃতদের মধ্যে গোকুল মণ্ডলের বাড়ি সামশেরগঞ্জের ধুলিয়ান পৌরসভা এলাকার 15 নম্বর ওয়ার্ডের পাহাড়ঘাঁটিতে । শুভঙ্করের বাড়ি ধুলিয়ানের 16 নম্বর ওয়ার্ডের বেতবোনা গ্রামে । ইসরাইল ফরাক্কা থানার ইমামনগরের বাসিন্দা ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েক আগে রাজমিস্ত্রির কাজ করার জন্য তাঁরা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে যান ৷ সেখানে কাজ করতে যাবেন বলে তাঁরা দাদনে টাকাও নিয়েছিলেন ৷ নিত্যদিনের মতো শুক্রবারও রাজমিস্ত্রির কাজ করছিলেন তাঁরা । সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ঠ হন ওই তিন শ্রমিক । তড়িঘড়ি তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন । গাজিয়াবাদে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে সামশেরগঞ্জের পাহাড়ঘাঁটি এলাকার দুই শ্রমিকের মৃত্যুর খবর আসতেই শোকস্তব্ধ তিনটি পরিবার ৷ পরিবারের তরফে দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে ৷

আরও পড়ুন: মিজোরামে রেলসেতু ভেঙে মৃত বেড়ে 23, সবাই মালদার

উল্লেখ্য, গত বুধবার উত্তর পূর্ব ভারতের রাজ্য মিজোরামে একটি নির্মীয়মান রেলসেতু ভেঙে পড়ে ৷ সেই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে 24 জন পশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা ৷ এই ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার ৷ রেলের তরফেও আর্থিক সাহায্য করা হয়েছে ওই পরিবারগুলিকে ৷ ওই সাহায্য আবার পৌঁছে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তার পর আবারও ভিনরাজ্য়ে কাজ করতে গিয়ে বাংলার তিন পরিযায়ী শ্রমিকের ৷

প্রসঙ্গত, মিজোরামের ঘটনা নিয়ে বাংলার মানুষের অন্য রাজ্যে কাজ করতে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসার আবেদন জানান ৷ তাঁদের পাশে সরকার থাকবে বলেও আশ্বাস দেন ৷ কিন্তু বিজেপির তরফে দাবি করা হয়, বাংলায় কাজ নেই ৷ তাই এই রাজ্যের মানুষ বাধ্য হয়ে ভিনরাজ্যে যাচ্ছেন কাজ করতে ৷

Last Updated : Aug 26, 2023, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.