সাগরদিঘি,2 জুলাই : মোবাইল টাওয়ারের ব্যাটারিসেটও সরঞ্জাম সহ গ্রেপ্তার চুরি চক্রের তিন পান্ডা ৷ মোবাইল টাওয়ারে চুরি চক্রের তিনপান্ডাকে গ্রেপ্তার করল সাগরদিঘি থানার পুলিশ। বুধবার রাতে তাদের সাগরদিঘি থানাএলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছেবেসরকারি সংস্থার মোবাইল টাওয়ারের চারটি ব্যাটারি সেট সহ আনুসঙ্গিক সরঞ্জাম।উদ্ধার হওয়া সামগ্রীর মূল্য প্রায় আট লাখ টাকা বলে জানা গিয়েছে। বাজেয়াপ্ত করাহয়েছে একটি পিকআপ ভ্যান। ধৃতদের নাম সোলেমান শেখ, রবিউল শেখ ও ইজারুল শেখ। তিনজনেরইমোবাইল টাওয়ারের কাজে অভিজ্ঞতা রয়েছে।
জঙ্গিপুরপুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, গত এক মাসে চুরি যাওয়া ১২টি ব্যাটারিসেট উদ্ধার করা হয়েছে।আজ ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই চক্রেরসঙ্গে জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতেনির্দেশ দিয়েছে ৷