বহরমপুর, 21 ফেব্রুয়ারি : 1952 সালে 21 ফেব্রুয়ারি বাংলাদেশে ভাষা আন্দোলনে শহিদ হয়েছিলেন এপার বাংলার আবুল বরকত ৷ তাঁর বাড়ি ছিল মুর্শিদাবাদের সালার থানার বাবলা গ্রামে ৷ আজ দুই বাংলাজুড়ে অনুষ্ঠান ৷ ভাষাকে বাঁচিয়ে রাখার শপথের মাঝেই মলিন এই শহিদের স্মৃতি ৷ গ্রামে তাঁর একটি আবক্ষ মূর্তি ছাড়া আর কিছু নেই ৷
অবহেলায় কাটে সারা বছর ৷ শুধু 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে দেখা মেলে নেতা-মন্ত্রীদের ৷ বরকতের ভিটেমাটি ন্যূনতম দামে বিক্রি করে দিয়েছেন তাঁর ভাইয়ের স্ত্রী ৷ যোগ্য সম্মান না পেয়ে দেশ ছেড়েছিলেন বরকতের মা ৷
ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও বরকতের ভিটেমাটি রক্ষা করতে করা হয়নি কোনও পদক্ষেপ ৷ এই নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন গ্রামবাসীরা ৷
সারা পৃথিবীজুড়ে আজ চলছে মাতৃভাষা উদযাপনের অনুষ্ঠান ৷ 1952 সালে মাতৃভাষার স্বীকৃতির জন্য় লড়াইয়ে প্রাণ দেওয়া বরকতের গ্রামে শুধুমাত্র একটি মূর্তিই ইতিহাসের সাক্ষী বহন করছে ৷