ETV Bharat / state

Suvendu slams Mamata: পুজো উদ্বোধনে গিয়েও মমতাকে বিঁধলেন শুভেন্দু - Suvendu slams Mamata

ভাগীরথী থেকে ঘট ভরে দুর্গা পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ এখান থেকেই পুজো উদ্বোধন প্রসঙ্গে মমতাকে (Mamata Banerjee) তোপ দাগলেন তিনি ৷

Suvendu slams Mamata
Suvendu slams Mamata
author img

By

Published : Sep 29, 2022, 4:21 PM IST

মুর্শিদাবাদ, 29 সেপ্টেম্বর: ভাগীরথী থেকে ঘট ভরে তিন কিমি পথ হেঁটে অতিক্রম করে পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারী । বুধবার মুর্শিদাবাদের লালবাগ ও বেলডাঙায় দু'টি পুজোর উদ্বোধন করেন তিনি ৷ এছাড়াও বেলডাঙায় একটি অনুষ্ঠান বাড়ি থেকে বস্ত্র বিতরণ করেন শুভেন্দু । পুজো উদ্বোধনে এসেও মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি (Suvendu slams Mamata) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বছর মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন ৷ 22 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শ্রীভূমি, টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করে আসেন মুখ্যমন্ত্রী ৷ পিতৃপক্ষ চলায় তিনি দূর থেকেই ফুল ছুড়ে মণ্ডপ উদ্বোধন করে দেন (Durga puja inauguration)।

এ বিষয়েই শুভেন্দু অধিকারী বলেন, "দেবীপক্ষের আগে পুজোর উদ্বোধন অনিয়মের মধ্যেই পড়ে । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁচি হাতে নিয়ে দেবীপক্ষের আগেই পুজোর উদ্বোধন করে চলেছেন ।"

ভাগীরথী থেকে ঘট ভরে দুর্গা পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির

রাজ্যের বিরোধী দলনেতা বুধবার বিকেলে ভাগীরথী নদীর সাহানগর ঘাট থেকে ঘট ভরে পদযাত্রা করে বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবে দুর্গাপুজো মণ্ডপে যান । সেখানে ফিতে কেটে মায়ের প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি । সেখানে কিছু দু:স্থ মানুষকে বস্ত্রও দান করেন । পরে বেলডাঙা থানার মহুলার দহের ধার দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু ।

মুর্শিদাবাদ, 29 সেপ্টেম্বর: ভাগীরথী থেকে ঘট ভরে তিন কিমি পথ হেঁটে অতিক্রম করে পুজোর উদ্বোধন করলেন রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারী । বুধবার মুর্শিদাবাদের লালবাগ ও বেলডাঙায় দু'টি পুজোর উদ্বোধন করেন তিনি ৷ এছাড়াও বেলডাঙায় একটি অনুষ্ঠান বাড়ি থেকে বস্ত্র বিতরণ করেন শুভেন্দু । পুজো উদ্বোধনে এসেও মুখ্যমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়লেন না তিনি (Suvendu slams Mamata) ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ বছর মহালয়ার আগে থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন ৷ 22 সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার শ্রীভূমি, টালা প্রত্যয়ের পুজো উদ্বোধন করে আসেন মুখ্যমন্ত্রী ৷ পিতৃপক্ষ চলায় তিনি দূর থেকেই ফুল ছুড়ে মণ্ডপ উদ্বোধন করে দেন (Durga puja inauguration)।

এ বিষয়েই শুভেন্দু অধিকারী বলেন, "দেবীপক্ষের আগে পুজোর উদ্বোধন অনিয়মের মধ্যেই পড়ে । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কাঁচি হাতে নিয়ে দেবীপক্ষের আগেই পুজোর উদ্বোধন করে চলেছেন ।"

ভাগীরথী থেকে ঘট ভরে দুর্গা পুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী

আরও পড়ুন: পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন মমতার ! তীব্র আক্রমণ বিজেপির

রাজ্যের বিরোধী দলনেতা বুধবার বিকেলে ভাগীরথী নদীর সাহানগর ঘাট থেকে ঘট ভরে পদযাত্রা করে বুধাসপাড়া ফ্রেন্ড একাদশ ক্লাবে দুর্গাপুজো মণ্ডপে যান । সেখানে ফিতে কেটে মায়ের প্রতিমার সামনে প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করেন তিনি । সেখানে কিছু দু:স্থ মানুষকে বস্ত্রও দান করেন । পরে বেলডাঙা থানার মহুলার দহের ধার দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.