ETV Bharat / state

রিলস ভিডিয়ো করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত 3 ছাত্র, আশংকাজনক 2 - মালগাড়ির ধাক্কায় মৃত

Students die in Murshidabad: মুর্শিদাবাদের সুতিতে ব্রিজে রেললাইনের উপর রিলস ভিডিয়ো করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মর্মান্তিক ভাবে মৃত্যু হল তিন জন স্কুলছাত্রের ৷

Students die in Murshidabad
কান্নায় ভেঙে পড়েছে পরিবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 20, 2023, 6:03 PM IST

Updated : Dec 20, 2023, 10:15 PM IST

রিলস ভিডিয়ো করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত 3 ছাত্র

সুতি (মুর্শিদাবাদ), 20 ডিসেম্বর: রিলস করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন ছাত্রের ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতিতে ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরে সুতি-আহিরন ব্রিজে রেললাইনের উপর রিলস ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে মালিগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তিন জন স্কুলছাত্রের । জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই ছাত্র ।

মৃত ছাত্রদের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ । সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা । তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ । মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নামে এসেছে এলাকাজুড়ে । জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ । দু'জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই পাঁচ ছাত্র রেললাইনের উপর দাঁড়িয়ে রিলস ভিডিয়ো করছিল । নিজেদের ফেসবুক পেজে পোস্ট করার জন্যই ভিডিয়ো করছিল তারা । রেললাইনের উপর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে তারা ভিডিয়ো শুট করছিল বলে জানা গিয়েছে । এক বন্ধু মোবাইল ক্যামেরায় শুট করছিল আর বাকিরা বিভিন্ন পোজ দিচ্ছিল ।

সেই সময় একটি মালগাড়ি এসে পড়ে ৷ মালগাড়ি বেশ কয়েকবার হর্ন দেয় । কিন্তু শুটিঙের নেশায় সেই আওয়াজ কানে ঢোকেনি ছাত্রদের ৷ এরপরই দুর্ঘটনা ৷ ছাত্রদের পিষে দেয় মালগাড়ি ৷ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ জখম দু'জনের অবস্থাও আশংকাজনক । খবর পেয়ে রেললাইন থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রিলস করতে করতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
  2. ফেসবুকে স্ত্রী'র রিলস, রাগে আত্মঘাতী স্বামী
  3. পিস্তল নিয়ে রিলস বানিয়ে পুলিশের জালে যুবক, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

রিলস ভিডিয়ো করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত 3 ছাত্র

সুতি (মুর্শিদাবাদ), 20 ডিসেম্বর: রিলস করতে গিয়ে মালগাড়ির ধাক্কায় মৃত্যু হল তিন ছাত্রের ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সুতিতে ৷

জানা গিয়েছে, বুধবার দুপুরে সুতি-আহিরন ব্রিজে রেললাইনের উপর রিলস ভিডিয়ো রেকর্ড করতে গিয়ে মালিগাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে তিন জন স্কুলছাত্রের । জখম হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই ছাত্র ।

মৃত ছাত্রদের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ । সকলেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা । তিন ছাত্রই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলে দশম শ্রেণিতে পড়ত বলে জানা গিয়েছে । ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে রেল পুলিশ । মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নামে এসেছে এলাকাজুড়ে । জখমদের নাম রোহিত শেখ ও আকাশ শেখ । দু'জনেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ওই পাঁচ ছাত্র রেললাইনের উপর দাঁড়িয়ে রিলস ভিডিয়ো করছিল । নিজেদের ফেসবুক পেজে পোস্ট করার জন্যই ভিডিয়ো করছিল তারা । রেললাইনের উপর বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে তারা ভিডিয়ো শুট করছিল বলে জানা গিয়েছে । এক বন্ধু মোবাইল ক্যামেরায় শুট করছিল আর বাকিরা বিভিন্ন পোজ দিচ্ছিল ।

সেই সময় একটি মালগাড়ি এসে পড়ে ৷ মালগাড়ি বেশ কয়েকবার হর্ন দেয় । কিন্তু শুটিঙের নেশায় সেই আওয়াজ কানে ঢোকেনি ছাত্রদের ৷ এরপরই দুর্ঘটনা ৷ ছাত্রদের পিষে দেয় মালগাড়ি ৷ ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় ৷ জখম দু'জনের অবস্থাও আশংকাজনক । খবর পেয়ে রেললাইন থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. রিলস করতে করতেই ট্রেনের ধাক্কা, প্রাণ গেল দুই বন্ধুর
  2. ফেসবুকে স্ত্রী'র রিলস, রাগে আত্মঘাতী স্বামী
  3. পিস্তল নিয়ে রিলস বানিয়ে পুলিশের জালে যুবক, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র
Last Updated : Dec 20, 2023, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.