ETV Bharat / state

Son Killed Mother: সম্পত্তি লিখে না দেওয়ায় মাকে পিটিয়ে খুনের অভিযোগ, পলাতক ছেলে ও বৌমা - Son Killed Mother

সম্পত্তির দাবিতে মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বড় ছেলে ও ছেলের বৌয়ের বিরুদ্ধে ৷ ঘটনার পর পলাতক অভিযুক্তরা ৷ পুলিশে অভিযোগ দায়ের ৷

Son Killed Mother
মাকে পিটিয়ে খুন
author img

By

Published : Apr 24, 2023, 11:08 PM IST

মাকে পিটিয়ে খুন

মুর্শিদাবাদ, 24 এপ্রিল: মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বৌয়ের বিরুদ্ধে ৷ সম্পত্তি লিখে না দেওয়ায় এই খুন বলে অভিযোগ পরিবারের সদস্যদের ৷ মৃত ওই মহিলার নাম টুয়েরা বিবি (48) ৷ রবিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চক শাহাজাদপুরে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চক শাহাজাদপুরের দিয়ারপাড়ার বাসিন্দা ছিলেন টুয়েরা বিবি ৷ স্বামী সাহাজাদ শেখ ও দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি ৷ অভিযোগ, দীর্ঘদীন ধরেই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বড় ছেলের সঙ্গে পরিবারে অশান্তি লেগেই থাকত ৷ মা টুয়েরা বিবির নামে পাঁচকাঠা জমি ছিল ৷ সেই জমি বারবার লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ছেলে ও তাঁর স্ত্রী ৷ সেই জমিতে বাড়ি বানানোর জন্য জোর করেছিল ছেলে ৷ কিন্তু মা এখনই এই সম্পত্তি ছেলের নামে লিখে দিতে রাজি হচ্ছিলেন না ৷ ফলে প্রতিদিনই ঝগড়া, কথা কাটাকাটি লেগেই থাকত ৷ প্রায় সময়ই অশান্তিতে কটু কথা শোনাতেন বৌমা ৷ রবিবার সেই অশান্তি চরমে পৌঁছায় বলে জানা গিয়েছে ৷

ঝামেলা গড়ায় গ্রামের সালিশি সভা পর্যন্ত ৷ সেখানেও গ্রামের বেশ কয়েকজন মাতব্বর ও মোড়ল মিলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ৷ অভিযোগ, সেখানেই মাকে, বাবাকে ও ছোট ছেলেকে মারধর করতে শুরু করেন বড় ছেলে, ছেলের বউ, টুয়েরা বিবির দেওর ও তাঁর বউ ৷ ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা ৷ এরপরেই গুরুতর জখম অবস্থায় এলাকার বাসিন্দারা টুয়েরা বিবিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷ ঘটনার পরেই পলাতক ছেলে ও ছেলের বউ-সহ বাকি অভিযুক্তরা। অভিযোগ পেয়ে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

মৃতের স্বামী সাহাজাদ শেখ বলেন, " আমার দুই ছেলে ৷ দু'জনকেই দুটো ঘর দিতে চেয়েছিলাম। কিন্তু আমার ভাই, বড় ছেলেকে উস্কায়। ভাই বলে একটা ঘরে স্ত্রী-কে নিয়ে কী করে থাকবে। প্রতিনিয়ত ছেলেকে সম্পত্তির ভাগ চাওয়ার জন্য উস্কাত ৷ যার জেরেই এই ঘটনা ৷"

আরও পড়ুন: Mother Shot Dead: নেশার টাকা না-পেয়ে মা'কে 'খুন' করল ছেলে

ইতিমধ্যেই, প্ররোচনার অভিযোগে কাকা, বড় ছেলে ও তাঁর বউয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর থানার পুলিশ ৷

মাকে পিটিয়ে খুন

মুর্শিদাবাদ, 24 এপ্রিল: মাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ছেলে ও ছেলের বৌয়ের বিরুদ্ধে ৷ সম্পত্তি লিখে না দেওয়ায় এই খুন বলে অভিযোগ পরিবারের সদস্যদের ৷ মৃত ওই মহিলার নাম টুয়েরা বিবি (48) ৷ রবিবার সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের চক শাহাজাদপুরে ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চক শাহাজাদপুরের দিয়ারপাড়ার বাসিন্দা ছিলেন টুয়েরা বিবি ৷ স্বামী সাহাজাদ শেখ ও দুই ছেলেকে নিয়ে থাকতেন তিনি ৷ অভিযোগ, দীর্ঘদীন ধরেই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বড় ছেলের সঙ্গে পরিবারে অশান্তি লেগেই থাকত ৷ মা টুয়েরা বিবির নামে পাঁচকাঠা জমি ছিল ৷ সেই জমি বারবার লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন ছেলে ও তাঁর স্ত্রী ৷ সেই জমিতে বাড়ি বানানোর জন্য জোর করেছিল ছেলে ৷ কিন্তু মা এখনই এই সম্পত্তি ছেলের নামে লিখে দিতে রাজি হচ্ছিলেন না ৷ ফলে প্রতিদিনই ঝগড়া, কথা কাটাকাটি লেগেই থাকত ৷ প্রায় সময়ই অশান্তিতে কটু কথা শোনাতেন বৌমা ৷ রবিবার সেই অশান্তি চরমে পৌঁছায় বলে জানা গিয়েছে ৷

ঝামেলা গড়ায় গ্রামের সালিশি সভা পর্যন্ত ৷ সেখানেও গ্রামের বেশ কয়েকজন মাতব্বর ও মোড়ল মিলে সমস্যা সমাধানের চেষ্টা করেন ৷ অভিযোগ, সেখানেই মাকে, বাবাকে ও ছোট ছেলেকে মারধর করতে শুরু করেন বড় ছেলে, ছেলের বউ, টুয়েরা বিবির দেওর ও তাঁর বউ ৷ ঘটনায় হতচকিত হয়ে পড়েন স্থানীয়রা ৷ এরপরেই গুরুতর জখম অবস্থায় এলাকার বাসিন্দারা টুয়েরা বিবিকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে৷ সোমবার সেখানেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে ৷ ঘটনার পরেই পলাতক ছেলে ও ছেলের বউ-সহ বাকি অভিযুক্তরা। অভিযোগ পেয়ে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিস।

মৃতের স্বামী সাহাজাদ শেখ বলেন, " আমার দুই ছেলে ৷ দু'জনকেই দুটো ঘর দিতে চেয়েছিলাম। কিন্তু আমার ভাই, বড় ছেলেকে উস্কায়। ভাই বলে একটা ঘরে স্ত্রী-কে নিয়ে কী করে থাকবে। প্রতিনিয়ত ছেলেকে সম্পত্তির ভাগ চাওয়ার জন্য উস্কাত ৷ যার জেরেই এই ঘটনা ৷"

আরও পড়ুন: Mother Shot Dead: নেশার টাকা না-পেয়ে মা'কে 'খুন' করল ছেলে

ইতিমধ্যেই, প্ররোচনার অভিযোগে কাকা, বড় ছেলে ও তাঁর বউয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে জঙ্গিপুর থানার পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.