ETV Bharat / state

Tea Seller Inspiring Story: রবিবার টেট, চায়ের দোকান চালিয়েই প্রস্তুতি সারলেন সোহেল

author img

By

Published : Dec 10, 2022, 9:01 PM IST

Updated : Dec 11, 2022, 1:37 PM IST

সোহেলের ব্যস্ত হাত চা-বিস্কুট তুলে দিচ্ছে খদ্দেরদের হাতে । গণিতে স্নাতকের চোখে তখন স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার । রবিবার রামেশ্বরপুর বিদ্যালয়ে তাঁর টেট পরীক্ষা । জীবনের লক্ষ্যে পৌঁছতে সোহেলের চোখে মুখে ফুটে উঠছে আত্মবিশ্বাসের ছাপ (Sohel Khan preparing for TET by running a tea shop) ।

Tea Seller Sohel Khan
Tea Seller Sohel Khan

ডোমকল, 10 ডিসেম্বর: সামান্য চা'ওয়ালা থেকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের মসনদে বসেছেন নরেন্দ্র মোদি । জীবনের লক্ষ্যে এখনও না-পৌঁছতে পারলেও একইভাবে মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে মুর্শিদাবাদের সোহেল খান (Sohel Khan) । বাবা জাইদুল খানের চায়ের দোকান । সকাল থেকে সন্ধে পর্যন্ত সেখানেই খরিদ্দার সামলায় সোহেল । পাশাপাশি প্রস্ততি চলছে টেট পরীক্ষার (Sohel Khan preparing for TET by running a tea shop) ।

ধুকাউড়ি পঞ্চায়েতের মাঝপাড়া হাটে খান পরিবারের চায়ের দোকান অতি পরিচিত এলাকার মানুষের কাছে । রাত দু'টো পর্যন্ত জমজমাট হয়ে থাকে দোকান । মালিক জাইদুল খানের দাবি, প্রতিদিন 60-70 কেজি দুধ লাগে দোকান চালাতে । খরিদ্দারদের ধরে রাখতে দোকানে সারাক্ষণ চলে টিভি । নির্দিষ সময় অন্তর চ্যানেল বদল হয় ।

চায়ের দোকান চালিয়েই টেটের প্রস্তুতি সোহেলের

ব্যস্ত হাত চা-বিস্কুট তুলে দিচ্ছে খদ্দেরদের হাতে । গণিতে স্নাতকের চোখে তখন স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার । সোহেল খান বলেন, "এটা আমার পারিবারিক চায়ের দোকান । আমি সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত চালাই । সকালে ঘণ্টা দু'য়েক বাড়িতে পড়াশোনা করে দোকানে আসি । বিকেল থেকে রাত পর্যন্ত একটানা পড়ি । টেট পাশই এখন আমার জীবনের অন্যতম লক্ষ্য ।

চার ভাইবোনের সংসার চলে 30 বছরের পুরনো এই চায়ের দোকান থেকেই । স্বল্প রোজগারেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনও আপস করেননি জাইদুল খান । বড় ছেলে মঞ্জুর খানকে ল পাশ করিয়েছেন । মেজ ছেলে জুয়েল খান সদ্য বাংলায় স্নাতকোত্তর পাশ করেছেন । একমাত্র মেয়ে জিন্নাতুননেশা খান এডুকেশন নিয়ে স্নাতক পাশ করেছেন । এবার স্বপ্ন দেখাচ্ছেন ছোট ছেলে । জাইদুল খান বলেন, "আমি চাই না ছেলেরা সারাজীবন চায়ের দোকানের উপার্জনে চলুক । নিজে বহু কষ্টে দিন কাটিয়েও ছেলেদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করে গিয়েছি । ছেলেরাও লেখাপড়ার মাঝে আজও আমাকে সাহায্য করে আসছে ।"

আরও পড়ুন: ছোটবেলা কেটেছে অভাবে, মেলেনি প্রথাগত শিক্ষা ! পদ্মশ্রী রাহিবাই এখন দেশের 'বীজমাতা'

রবিবার রামেশ্বরপুর বিদ্যালয়ে তাঁর টেট পরীক্ষা । জীবনের লক্ষ্যে পৌঁছতে সোহেলের চোখে মুখে ফুটে উঠছে আত্মবিশ্বাসের ছাপ । তাঁর এহেন লড়াইকে কুর্নিস জানাচ্ছেন প্রতিবেশীরাও ।

ডোমকল, 10 ডিসেম্বর: সামান্য চা'ওয়ালা থেকে পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের মসনদে বসেছেন নরেন্দ্র মোদি । জীবনের লক্ষ্যে এখনও না-পৌঁছতে পারলেও একইভাবে মাটিতে দাঁড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখছে মুর্শিদাবাদের সোহেল খান (Sohel Khan) । বাবা জাইদুল খানের চায়ের দোকান । সকাল থেকে সন্ধে পর্যন্ত সেখানেই খরিদ্দার সামলায় সোহেল । পাশাপাশি প্রস্ততি চলছে টেট পরীক্ষার (Sohel Khan preparing for TET by running a tea shop) ।

ধুকাউড়ি পঞ্চায়েতের মাঝপাড়া হাটে খান পরিবারের চায়ের দোকান অতি পরিচিত এলাকার মানুষের কাছে । রাত দু'টো পর্যন্ত জমজমাট হয়ে থাকে দোকান । মালিক জাইদুল খানের দাবি, প্রতিদিন 60-70 কেজি দুধ লাগে দোকান চালাতে । খরিদ্দারদের ধরে রাখতে দোকানে সারাক্ষণ চলে টিভি । নির্দিষ সময় অন্তর চ্যানেল বদল হয় ।

চায়ের দোকান চালিয়েই টেটের প্রস্তুতি সোহেলের

ব্যস্ত হাত চা-বিস্কুট তুলে দিচ্ছে খদ্দেরদের হাতে । গণিতে স্নাতকের চোখে তখন স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার । সোহেল খান বলেন, "এটা আমার পারিবারিক চায়ের দোকান । আমি সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত চালাই । সকালে ঘণ্টা দু'য়েক বাড়িতে পড়াশোনা করে দোকানে আসি । বিকেল থেকে রাত পর্যন্ত একটানা পড়ি । টেট পাশই এখন আমার জীবনের অন্যতম লক্ষ্য ।

চার ভাইবোনের সংসার চলে 30 বছরের পুরনো এই চায়ের দোকান থেকেই । স্বল্প রোজগারেও সন্তানদের ভবিষ্যতের প্রশ্নে কোনও আপস করেননি জাইদুল খান । বড় ছেলে মঞ্জুর খানকে ল পাশ করিয়েছেন । মেজ ছেলে জুয়েল খান সদ্য বাংলায় স্নাতকোত্তর পাশ করেছেন । একমাত্র মেয়ে জিন্নাতুননেশা খান এডুকেশন নিয়ে স্নাতক পাশ করেছেন । এবার স্বপ্ন দেখাচ্ছেন ছোট ছেলে । জাইদুল খান বলেন, "আমি চাই না ছেলেরা সারাজীবন চায়ের দোকানের উপার্জনে চলুক । নিজে বহু কষ্টে দিন কাটিয়েও ছেলেদের মানুষের মতো মানুষ করার চেষ্টা করে গিয়েছি । ছেলেরাও লেখাপড়ার মাঝে আজও আমাকে সাহায্য করে আসছে ।"

আরও পড়ুন: ছোটবেলা কেটেছে অভাবে, মেলেনি প্রথাগত শিক্ষা ! পদ্মশ্রী রাহিবাই এখন দেশের 'বীজমাতা'

রবিবার রামেশ্বরপুর বিদ্যালয়ে তাঁর টেট পরীক্ষা । জীবনের লক্ষ্যে পৌঁছতে সোহেলের চোখে মুখে ফুটে উঠছে আত্মবিশ্বাসের ছাপ । তাঁর এহেন লড়াইকে কুর্নিস জানাচ্ছেন প্রতিবেশীরাও ।

Last Updated : Dec 11, 2022, 1:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.