ETV Bharat / state

বাড়ি থেকে উদ্ধার বিরাট আকৃতির চন্দ্রবোড়া সাপ - সাগরপাড়া

প্রসঙ্গত, গতকাল এই বাড়ি থেকে একটি কেউটে সাপ উদ্ধার হয় । আজ একই বাড়ি থেকে উদ্ধার হলো চন্দ্রবোড়া সাপ ।

Snake
Snake
author img

By

Published : Sep 30, 2020, 5:55 PM IST

সাগরপাড়া, 30 সেপ্টেম্বর : বাড়ির অব্যবহৃত বাথরুম থেকে উদ্ধার বিরাট আকৃতির চন্দ্রবোড়া সাপ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সাগরপাড়া থানার নরসিংহপুরে এলাকায় । সাপটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা । স্থানীয় একটি জঙ্গলে সাপটি ছেড়ে দিয়েছে তাঁরা ।

প্রসঙ্গত, গতকাল এই বাড়ি থেকে একটি কেউটে সাপ উদ্ধার হয় । আজ একই বাড়ি থেকে উদ্ধার হলো চন্দ্রবোড়া সাপ । জানা গিয়েছে, এদিন বাড়ির মালিক অব্যবহৃত ওই বাথরুমে যান । তখনই তিনি বিশাল আকৃতির সাপটিকে দেখতে পান । খবর দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীদের । এরপর বনদপ্তরের কর্মীরা এসে চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন ।

সাগরপাড়া, 30 সেপ্টেম্বর : বাড়ির অব্যবহৃত বাথরুম থেকে উদ্ধার বিরাট আকৃতির চন্দ্রবোড়া সাপ । ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সাগরপাড়া থানার নরসিংহপুরে এলাকায় । সাপটি উদ্ধার করে বনদপ্তরের কর্মীরা । স্থানীয় একটি জঙ্গলে সাপটি ছেড়ে দিয়েছে তাঁরা ।

প্রসঙ্গত, গতকাল এই বাড়ি থেকে একটি কেউটে সাপ উদ্ধার হয় । আজ একই বাড়ি থেকে উদ্ধার হলো চন্দ্রবোড়া সাপ । জানা গিয়েছে, এদিন বাড়ির মালিক অব্যবহৃত ওই বাথরুমে যান । তখনই তিনি বিশাল আকৃতির সাপটিকে দেখতে পান । খবর দেওয়া হয় সাগরপাড়া থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীদের । এরপর বনদপ্তরের কর্মীরা এসে চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.