ETV Bharat / state

Murshidabad Congress: শাসক শিবিরে বড়সড় ভাঙন, মুর্শিদাবাদে ঘাসফুল ছেড়ে কংগ্রেসে যোগ 6 হাজার কর্মীর

সাগরদিঘির পর্যালোচনা বৈঠক শেষ হওয়ার 24 ঘণ্টার মধ্যেই শাসকের অস্বস্তিতে বাড়িয়ে অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান হাজারের বেশি কর্মী-সমর্থকের। শনিবার মুর্শিদাবাদের জেলা কংগ্রেস (Murshidabad Congress) কার্যালয়ে কংগ্রেসের পক্ষ থেকে একটি যোগদান সভার আয়োজন করা হয়।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 18, 2023, 11:06 PM IST

মুর্শিদাবাদ, 18 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ভরাডুবি হয়েছে শাসক তৃণমূল। এরমধ্যেই দলে বড় ভাঙনে চাপে ঘাসফুল শিবির। শাসকদল থেকে কংগ্রেসে 6 হাজার ব্যক্তির যোগদানে চাপা উত্তেজনা রাজনৈতিক মহলে। পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষর নেতৃত্বে জন যোগদান করল কংগ্রেসে (Workers and Supporters of Murshidabad Left TMC and Joined Congress)। এহেন এক ইতিহাস ঘটল কংগ্রেস শিবিরে। আগামিদিনে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উচ্ছেদ অভিযান শুরু হবে এদিন এমনটাই জানান অধীর রঞ্জন চৌধুরী ৷

শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। সভায় যোগদান পর্ব হয় কংগ্রেস দলে। শনিবারের এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে 6 হাজার জন তৃণমূল কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন মহিউদ্দিন মণ্ডল রুবেল।

তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পর রীতিমতো শাসকদলের বিরুদ্ধতা করেন, দলে চলা দুর্নীতির কথা মিষ্টি ভাষণে বুঝিয়ে দেন। দেরি হলেও তিনি এসেছেন এবং আগামিদিনে শাসকদলের হয়ে বলা বহু ব্যক্তিকে আবার কংগ্রেসের দলে যোগ দিতে দেখা যাবে সে ইঙ্গিতও এদিন তিনি দেন। কংগ্রেসের যোগদান করতে এসে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাত খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।

আরও পড়ুন: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

তিনি পালটা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। যদিও জোড় গলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "সমস্ত ব্লকে শুরু হয়েছে যোগদান পর্ব। আগামীতে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উচ্ছেদ অভিযান শুরু হবে। সবে তৃণমূলের ভাঙন শুরু হল এবার তৃণমূল দলটা শেষ হয়ে যাবে।"

মুর্শিদাবাদ, 18 মার্চ: সাগরদিঘি উপ-নির্বাচনে জয় পেয়েছে কংগ্রেস। ভরাডুবি হয়েছে শাসক তৃণমূল। এরমধ্যেই দলে বড় ভাঙনে চাপে ঘাসফুল শিবির। শাসকদল থেকে কংগ্রেসে 6 হাজার ব্যক্তির যোগদানে চাপা উত্তেজনা রাজনৈতিক মহলে। পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষর নেতৃত্বে জন যোগদান করল কংগ্রেসে (Workers and Supporters of Murshidabad Left TMC and Joined Congress)। এহেন এক ইতিহাস ঘটল কংগ্রেস শিবিরে। আগামিদিনে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উচ্ছেদ অভিযান শুরু হবে এদিন এমনটাই জানান অধীর রঞ্জন চৌধুরী ৷

শনিবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের নগর পীরতলা মাঠে কংগ্রেসের পক্ষ থেকে সভার আয়োজন করা হয়। সভায় যোগদান পর্ব হয় কংগ্রেস দলে। শনিবারের এই যোগদান সভায় খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের নেতৃত্বে 6 হাজার জন তৃণমূল কংগ্রেস কর্মী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করলেন। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ছিলেন মহিউদ্দিন মণ্ডল রুবেল।

তিনি কংগ্রেসে যোগ দেওয়ার পর রীতিমতো শাসকদলের বিরুদ্ধতা করেন, দলে চলা দুর্নীতির কথা মিষ্টি ভাষণে বুঝিয়ে দেন। দেরি হলেও তিনি এসেছেন এবং আগামিদিনে শাসকদলের হয়ে বলা বহু ব্যক্তিকে আবার কংগ্রেসের দলে যোগ দিতে দেখা যাবে সে ইঙ্গিতও এদিন তিনি দেন। কংগ্রেসের যোগদান করতে এসে খড়গ্রাম পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাত খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। যদিও বিধায়কের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক।

আরও পড়ুন: বিজেপির ভিতরেই বিশ্বাসঘাতক, দলে ভাঙন নিয়ে বিস্ফোরক দিলীপ

তিনি পালটা পঞ্চায়েত সমিতির পূর্ত এবং পরিবহণ কর্মাধ্যক্ষ আবুল হাসনাতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। যদিও জোড় গলায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "সমস্ত ব্লকে শুরু হয়েছে যোগদান পর্ব। আগামীতে মুর্শিদাবাদ থেকে তৃণমূলের উচ্ছেদ অভিযান শুরু হবে। সবে তৃণমূলের ভাঙন শুরু হল এবার তৃণমূল দলটা শেষ হয়ে যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.