ফরাক্কা, ১৮ ফেব্রুয়ারি : রুপো পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে ধরা পড়ল পরিমল শীল নামে নদিয়ার এক ব্যক্তি। আজ ১২ কেজি রুপোসহ ওই ব্যক্তিকে নিউ ফরাক্কা স্টেশন থেকে পাকড়াও করে GRP। ধৃতের বাড়ি নদিয়ার হাবিবপুরে।
রেল পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে নিউ ফরাক্কা স্টেশন চত্বরে ওই ব্যক্তিকে ব্যাগ হাতে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। শুরু হয় তল্লাশি। একে একে বেরিয়ে আসে ৩১১টি রুপোর চেন। যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
পশ্চিমবঙ্গ থেকে গোপনে ঝাড়খণ্ডে রুপো নিয়ে যাওয়ার জন্য সকাল সকাল নিউ ফরাক্কা স্টেশনে আসে ওই ব্যক্তি। ঝাড়খণ্ড যাওয়ার জন্য স্টেশনে ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়েছিল। সেই সময় রেল পুলিশ তাকে পাকড়াও করে। এই পাচারের ঘটনায় তার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে মালদা GRP আদালতে তোলা হয়।