ETV Bharat / state

কিশোর-কিশোরীর বিয়ে, পুলিশ দেখেই চম্পট বর ও কনের বাবা-মার - সামশেরগঞ্জের সাহেবনগর গ্রাম

বিয়ে হচ্ছিল কিশোর-কিশোরীর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ৷ কিশোরীকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ। 18 বছর পূর্ণ না হলে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা লিখেই কিশোরীকে নিয়ে যেতে হবে। নতুবা সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে দেওয়া হবে হোম কর্তৃপক্ষের হাতে ৷

সামশেরগঞ্জ থানা
সামশেরগঞ্জ থানা
author img

By

Published : Jun 2, 2021, 10:52 PM IST

সামশেরগঞ্জ , 2 জুন : বিয়ে হচ্ছিল কিশোর কিশোরীর ৷ কিন্তু বাড়িতে পুলিশ দেখেই পাততাড়ি গোটাল বর ও বরযাত্রী। খাবার টেবিলে পড়ে থাকল খাবার। পুলিশ ও প্রশাসনের কর্তাদের দেখে চম্পট দিল কিশোরীর বাবা মা। বিয়ে বাড়ির হুলস্থুল ঘটনাটি সামশেরগঞ্জ থানার সাহেবনগর গ্রামের।

বুধবার সামশেরগঞ্জের সাহেবনগর গ্রাম হানা দেয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, সামশেরগঞ্জ থানার পুলিশ ও মুর্শিদাবাদ চাইল্ড লাইন কর্তৃপক্ষ। সবে শুরু হয়েছে বিয়ে ৷ এই অবস্থায় বিয়ে বাড়ির সামনে পরপর তিনটি গাড়ি দাঁড়াতেই হুলস্থুল পড়ে যায়। পুলিশ দেখে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় বর ও কনে যাত্রীরা। এমনকি পুলিশ দেখে পগারপার মেয়ের মা-বাবাও। 13 বছরের ওই কিশোরীর সঙ্গে বিয়ে হচ্ছিল ওই গ্রামের বাসিন্দা 17 বছরের এক কিশোরের। গোপনে সেই খবর আসে ব্লক প্রশাসনের কাছে। তারপরেই ঘটনাস্থলে দলবল নিয়ে যান ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক দীপক কুমার মাইতি, সামশেরগঞ্জ থানার পুলিশ।

কী বললেন চাইল্ড ওয়েলফেয়ারের অইাসার ?

প্রশাসনের লোক দেখে বাড়ি থেকে উধাও হয়ে যান পরিবারের লোকজন। সামশেরগঞ্জ থানার পুলিশ ওই কিশোরীকে আপাতত থানায় নিয়ে এসে রেখেছে ৷ বেপাত্তা কিশোরীর বাবা মা ৷ 18 বছর পূর্ণ না হলে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা লিখেই কিশোরীকে নিয়ে যেতে হবে। নতুবা সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে দেওয়া হবে হোম কর্তৃপক্ষের হাতে। এমনই জানিয়েছেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ৷

আরও পড়ুন : পাথরপ্রতিমায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অভিষেক

সামশেরগঞ্জ , 2 জুন : বিয়ে হচ্ছিল কিশোর কিশোরীর ৷ কিন্তু বাড়িতে পুলিশ দেখেই পাততাড়ি গোটাল বর ও বরযাত্রী। খাবার টেবিলে পড়ে থাকল খাবার। পুলিশ ও প্রশাসনের কর্তাদের দেখে চম্পট দিল কিশোরীর বাবা মা। বিয়ে বাড়ির হুলস্থুল ঘটনাটি সামশেরগঞ্জ থানার সাহেবনগর গ্রামের।

বুধবার সামশেরগঞ্জের সাহেবনগর গ্রাম হানা দেয় যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, সামশেরগঞ্জ থানার পুলিশ ও মুর্শিদাবাদ চাইল্ড লাইন কর্তৃপক্ষ। সবে শুরু হয়েছে বিয়ে ৷ এই অবস্থায় বিয়ে বাড়ির সামনে পরপর তিনটি গাড়ি দাঁড়াতেই হুলস্থুল পড়ে যায়। পুলিশ দেখে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয় বর ও কনে যাত্রীরা। এমনকি পুলিশ দেখে পগারপার মেয়ের মা-বাবাও। 13 বছরের ওই কিশোরীর সঙ্গে বিয়ে হচ্ছিল ওই গ্রামের বাসিন্দা 17 বছরের এক কিশোরের। গোপনে সেই খবর আসে ব্লক প্রশাসনের কাছে। তারপরেই ঘটনাস্থলে দলবল নিয়ে যান ব্লকের যুগ্ম সমষ্টি আধিকারিক দীপক কুমার মাইতি, সামশেরগঞ্জ থানার পুলিশ।

কী বললেন চাইল্ড ওয়েলফেয়ারের অইাসার ?

প্রশাসনের লোক দেখে বাড়ি থেকে উধাও হয়ে যান পরিবারের লোকজন। সামশেরগঞ্জ থানার পুলিশ ওই কিশোরীকে আপাতত থানায় নিয়ে এসে রেখেছে ৷ বেপাত্তা কিশোরীর বাবা মা ৷ 18 বছর পূর্ণ না হলে বিয়ে না দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মুচলেকা লিখেই কিশোরীকে নিয়ে যেতে হবে। নতুবা সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে তুলে দেওয়া হবে হোম কর্তৃপক্ষের হাতে। এমনই জানিয়েছেন যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক ৷

আরও পড়ুন : পাথরপ্রতিমায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে অভিষেক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.