লালগোলা, 29 অক্টোবর: বাম যুব ছাত্র সংগঠনের 'থানা চলো' কর্মসূচি ঘিরে লালগোলা পুলিশের সঙ্গে বাঁধে খণ্ডযুদ্ধ ৷ শনিবার এই ঘটনার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ওই এলাকায় (SFI and DYFI Agitation) ৷
চাকরিপ্রার্থী আব্দুর রহমানের আত্মহত্যার ইনসাফের দাবিতে এসএফআই (SFI) ও ডিওয়াইএফআই (DYFI)-এর লালগোলা থানা ঘেরাও ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় লালগোলা থানার সামনে। উল্লেখ্য, গত 15 অক্টোবর চাকরিপ্রার্থী আব্দুর রহমানের ইনসাফের দাবি ও রাজ্যজুড়ে চলা নিয়োগ দুর্নীতির প্রতিবাদের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার দাবিতে বাম যুব ছাত্র সংগঠনের পক্ষ থেকে মীনাক্ষী ভট্টাচার্য ডাক দিয়েছিলেন লালগোলা থানা ঘেরাও অভিযানের।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার প্রায় কয়েক হাজার কর্মীবৃন্দ-সহ সাধারণ মানুষকে নিয়ে বিশাল মিছিল করে থানা ঘেরাও কর্মসূচিতে শামিল হতে গেলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয়। সেই ব্যারিকেড ভেঙে লালগোলা থানা চলো কর্মসূচি সফল করতে যায় বাম যুব ছাত্র সংগঠনের কর্মীরা। তারপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় তাঁদের। অবশেষে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সভাপতি ধ্রবজ্যোতি সাহা, জেলা সম্পাদক সন্দীপন দাস-সহ বাম ছাত্র যুব সংগঠন নেতৃত্ব।
আরও পড়ুন: 'আইসিইউ'তে চলে গিয়েছে রাজ্যের অর্থনীতি', রাজ্যকে কড়া আক্রমণ সুকান্তর