কান্দি, 26 জানুয়ারি: বুধবার দেশজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত পাঠান (Shah Rukh Khan starrer Pathaan) ৷ বৃহস্পতিবার সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ছুটি থাকায় স্বাভাবিকভাবেই প্রেক্ষাগৃহে শাহরুখের নতুন ছবি দেখতে উপচে পড়েছিল ভিড় ৷ সিনেমার আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে ৷ কান্দির ছায়াপথ সিনেমা হলের ছাদ ভেঙে আহত 5 জন দর্শক (Several injured as cinema hall ceiling collapsed in Kandi) ৷ কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার চলেছে আহতদের।
এমনিতেই দীর্ঘদিনের পুরনো বিল্ডিং, তার উপর পাঠান মুক্তির কারণে অন্যান্য দিনের তুলনায় ছায়াপথ হলে দর্শকদের ভিড় ছিল তুলনামূলক অনেকটাই বেশী। মাত্রারিতিক্ত দর্শকের চাপেই সিনেমা চলাকালীন হলের ছাদের একাংশ ভেঙে পড়েছে বলে বলে মনে করা হচ্ছে ৷ কান্দি থানার পুলিশ ছাদ ভেঙে পড়ার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে ৷ কান্দির বিধায়ক অপূর্ব সরকার জানান, দীর্ঘদিনের পুরনো বিল্ডিং হওয়ায় এমন ঘটনা ঘটল, বিষয়টি দুঃখজনক। পৌরসভার তরফ থেকে সিনেমা হলটিকে সিজ করা হয়।
আরও পড়ুন: 'পাঠান'-এর পোস্টার ছেঁড়ার অভিযোগ, বজরং দলের বিরুদ্ধে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ
কিন্তু হলের ছাদ ভেঙে পড়ার কারণ জানতে সাধারনের কৌতূহল থামার নয় ৷ সিনেমা হলের পরিস্থিতি যদি বিপজ্জনকই হয়ে থাকে তাহলে কেন এতদিন সিনেমা হল চালু রেখেছিল কর্তৃপক্ষ, প্রশ্ন উঠছে ৷ যদিও হল কর্তৃপক্ষ উলটে দর্শকদের কাঁধে দায় চাপিয়ে জানিয়েছে, দর্শকদের অতিরিক্ত উন্মাদনা, নাচানাচির জেরেই এমন অবস্থা ৷ হলের অবস্থা মোটেই ভেঙে পড়ার মতো ছিল না ৷ বিধায়ক বলেন, "আগামিদিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য পৌরসভা এবং সাধারণ মানুষ সজাগ থাকবে।
দ্বিতীয়দিনেও বক্স অফিসে অব্যাহত পাঠান ঝড় ৷ প্রথমদিন দেশে 57 কোটি টাকার ব্যবসা করার পর দ্বিতীয়দিনেই সম্ভবত 100 কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে সিদ্ধার্থ আনন্দের এই ছবি ৷ যদিও ইতিমধ্যেই ইতিহাস গড়েছে পাঠান ৷ প্রথম হিন্দি ছবি হিসেবে মুক্তির দিনই বিশ্বব্যাপী 100 কোটির এলিট ক্লাবে পৌঁছে গিয়েছে ছবিটি ৷ প্রথমদিন বিশ্বব্যাপী 106 কোটির ব্যবসা এনে দিয়েছে শাহরুখের এই ছবি ৷