সুতি , 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় যে তাণ্ডব হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু লোক । আজ রাজ্য সরকারের তরফে তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দিলেন শুভেন্দু অধিকারী । রাজ্যের সেচ ও পরিবেশ দপ্তরের মন্ত্রী তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল পর্যবেক্ষক ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে প্রায় 30 লাখ টাকার ত্রাণসামগ্রী তুলে দেন । এদিন অনুষ্ঠানে শুভেন্দুর সঙ্গে ছিলেন শ্রমমন্ত্রী জাকির হোসেন সহ অন্যান্য তৃণমূল নেতা ।
আজ মুর্শিদাবাদের সুতি থানার দফাহাট এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ত্রাণ দেওয়া হয় । গত শুক্রবার ওই এলাকায় নাগরিকত্ব আইনের প্রতিবাদে তাণ্ডব চালায় বিক্ষোভকারীরা । ভাঙচুর করা হয় বহু ঘরবাড়ি । লুটপাট করা হয় দোকানপাট । সেদিন থেকে এলাকায় 144 ধারা জারি ছিল, যা আজ প্রত্যাহার করা হয় । শুভেন্দু বলেন, "যারা সম্পত্তি নষ্ট করেছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ।"
আজ 144 ধারা প্রত্যাহারের পর এলাকা পরিদর্শনে যান শুভেন্দু । ক্ষতিগ্রস্তদের হাতে শীতবস্ত্রসহ খাদ্যসামগ্রী তুলে দেন । তাঁর সঙ্গে ছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেন, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান, তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মণ্ডল প্রমুখ ।