নবগ্রাম, 21 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় সতীপীঠ কিরীটেশ্বরী মন্দিরে হল বিশেষ পুজো । নবগ্রাম বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীরা এই পুজোর আয়োজন করেছেন । তাঁদের আশা, জঙ্গিপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা দেশের প্রাক্তন রাষ্ট্রপতি চিকিৎসায় সাড়া দিচ্ছেন । তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ।
অগাস্টের 10 তারিখ মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে সংকটজনক অবস্থায় প্রণব মুখোপাধ্যায়কে দিল্লির সেনা হাসপাতালে ভরতি করা হয় ৷ মস্তিষ্কে অস্ত্রোপচার হয় ৷ 19 তারিখ তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে ৷ এরপর থেকেই উদ্বেগ বাড়ছিল তাঁর অনুগামীদের মধ্যে ৷ কিন্তু গতকাল সেনা হাসপাতাল সূত্রে জানানো হয়, প্রাক্তন রাষ্ট্রপতির শ্বাস-প্রশ্বাস সংক্রান্ত প্যারামিটারগুলির সামান্য উন্নতি হয়েছে । শরীরের অন্য গুরুত্বপূর্ণ প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে ৷ তবে এখনও তিনি ভেন্টিলেশনেই রয়েছেন ৷ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে । এটা জানার পর আজ জেলার একমাত্র সতীপীঠ কিরীটেশ্বরী মন্দিরে পুজোর আয়োজন করেছিল কংগ্রেস কর্মীরা ৷
কথিত আছে, দেবীর চরণামৃত খেয়ে কুষ্ঠ রোগমুক্ত হন মিরজাফর । এছাড়া দেবী মাহাত্ম্যের অনেক কাহিনী লোকমুখে প্রচলিত ৷ বিশ্বাসে আস্থা রেখেই নবগ্রাম বিধানসভা এলাকার কংগ্রেস কর্মীরা আজ পুজোর আয়োজন করেন ।