ETV Bharat / state

তিনদিনের বৈঠকে যোগ দিতে বহরমপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যরা - বহরমপুরে পাবলিক অ্যাকাউন্টস কমিটি

কলকাতা থেকে বিশেষ ট্রেনে বহরমপুরে পৌঁছান পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিনিধিরা ৷ সোমবার থেকে শুরু হতে চলেছে বৈঠক ৷ চলবে বুধবার পর্যন্ত ৷

baharampur
প্রদেশ কংগ্রেস সভাপতি
author img

By

Published : Jan 10, 2021, 11:48 AM IST

বহরমপুর, 10 জানুয়ারি : তিনদিনের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিতে বহরমপুরে পৌঁছাল প্রতিনিধি দল ৷ শনিবার রাতে অধীররঞ্জন চৌধুরি সহ প্রতিনিধি দলের সদস্যরা বহরমপুরে আসেন ৷ কলকাতা থেকে বিশেষ ট্রেনে বহরমপুরে এসে পৌঁছান তাঁরা ৷ সোমবার থেকে শুরু হতে চলেছে বৈঠক ৷ চলবে বুধবার পর্যন্ত ৷ কমিটির প্রতিনিধিদের স্টেশনে স্বাগত জানানো হয় জেলা প্রশাসনের তরফে ৷ হোটেলে প্রতিনিধিদের স্বাগত জানান জেলাশাসক জগদীশ মীনা ও পুলিশ সুপার ৷

আরও পড়ুন : "দুয়ারে সরকার"-এ নাম নথিভুক্ত 2 কোটির, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

শনিবার রাতে বিশেষ ট্রেনে করে কলকাতা থেকে বহরমপুরে পৌঁছায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিনিধি দল ৷ জানা গিয়েছে, এই ট্রেনে করেই নদিয়ার ইস্কোন মন্দির পরিদর্শনে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ উল্লেখ্য, জেলায় এই প্রথম বসছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ৷ এই প্রথম প্রথা ভেঙে জেলাতে বৈঠক বসতে চলেছে ৷ বহরমপুর কোর্ট সংলগ্ন একটি হোটেলে হবে বৈঠক ৷ এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেল চত্ত্বর ৷ পুলিশ ও বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয় ৷

বহরমপুর, 10 জানুয়ারি : তিনদিনের পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠকে যোগ দিতে বহরমপুরে পৌঁছাল প্রতিনিধি দল ৷ শনিবার রাতে অধীররঞ্জন চৌধুরি সহ প্রতিনিধি দলের সদস্যরা বহরমপুরে আসেন ৷ কলকাতা থেকে বিশেষ ট্রেনে বহরমপুরে এসে পৌঁছান তাঁরা ৷ সোমবার থেকে শুরু হতে চলেছে বৈঠক ৷ চলবে বুধবার পর্যন্ত ৷ কমিটির প্রতিনিধিদের স্টেশনে স্বাগত জানানো হয় জেলা প্রশাসনের তরফে ৷ হোটেলে প্রতিনিধিদের স্বাগত জানান জেলাশাসক জগদীশ মীনা ও পুলিশ সুপার ৷

আরও পড়ুন : "দুয়ারে সরকার"-এ নাম নথিভুক্ত 2 কোটির, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

শনিবার রাতে বিশেষ ট্রেনে করে কলকাতা থেকে বহরমপুরে পৌঁছায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রতিনিধি দল ৷ জানা গিয়েছে, এই ট্রেনে করেই নদিয়ার ইস্কোন মন্দির পরিদর্শনে যাবেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ উল্লেখ্য, জেলায় এই প্রথম বসছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির বৈঠক ৷ এই প্রথম প্রথা ভেঙে জেলাতে বৈঠক বসতে চলেছে ৷ বহরমপুর কোর্ট সংলগ্ন একটি হোটেলে হবে বৈঠক ৷ এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে হোটেল চত্ত্বর ৷ পুলিশ ও বম্ব স্কোয়াড নিয়ে তল্লাশি চালানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.