ETV Bharat / state

Prophet Remarks Row : নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে কান্দিতে বিক্ষোভ

নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে রবিবার দফায় দফায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি হয় কান্দিতে (Prophet Remarks Row)৷ যানবাহন আটকে চলে পথ অবরোধ ।

Protest demanding arrest of Nupur Sharma in Kandi
Prophet Remarks Row
author img

By

Published : Jun 12, 2022, 8:11 PM IST

কান্দি(মুর্শিদাবাদ), 12 জুন : নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে রবিবার দফায়-দফায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি কান্দির সাঁইথিয়া রাজ্য সড়কে ৷ মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত এলাকায় পথ অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি (Protest demanding arrest of Nupur Sharma in Kandi)। রবিবার সকাল থেকেই কয়েকশো মানুষ বিক্ষোভ দেখায় সেখানে । যদিও পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে কুলি সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করার চেষ্টা করলেও পুলিশের তরফে সেই অবরোধ তুলে দেওয়া হয় (Prophet Remarks Row)।

বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবদাস বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । একটা সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের ।

আরও পড়ুন : Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

পুলিশের দাবি, অবরোধ কোনওভাবেই করা যাবে না, যান চলাচল স্বাভাবিক রাখতে হবে ৷ আর সেই দাবিকেই কার্যত পূরণ করতে পুলিশের পক্ষ থেকে কোনওভাবেই অবরোধ কর্মসূচি মেনে নেওয়া হয়নি ‌৷ তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে রাজ্য সড়কের উপর দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ ৷ যার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল ।

কান্দি(মুর্শিদাবাদ), 12 জুন : নূপুর শর্মার গ্রেফতারের দাবিতে রবিবার দফায়-দফায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি কান্দির সাঁইথিয়া রাজ্য সড়কে ৷ মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার অন্তর্গত এলাকায় পথ অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচি (Protest demanding arrest of Nupur Sharma in Kandi)। রবিবার সকাল থেকেই কয়েকশো মানুষ বিক্ষোভ দেখায় সেখানে । যদিও পরে বিক্ষোভকারীদের পক্ষ থেকে কুলি সাঁইথিয়া রাজ্য সড়ক অবরোধ করার চেষ্টা করলেও পুলিশের তরফে সেই অবরোধ তুলে দেওয়া হয় (Prophet Remarks Row)।

বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবদাস বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয় । একটা সময় কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের ।

আরও পড়ুন : Prophet Remarks Row: পর পর এফআইআর, নূপুর-নবীনকে ডেকে পাঠাল ভিওয়ান্ডি পুলিশ

পুলিশের দাবি, অবরোধ কোনওভাবেই করা যাবে না, যান চলাচল স্বাভাবিক রাখতে হবে ৷ আর সেই দাবিকেই কার্যত পূরণ করতে পুলিশের পক্ষ থেকে কোনওভাবেই অবরোধ কর্মসূচি মেনে নেওয়া হয়নি ‌৷ তবে বিক্ষোভকারীদের পক্ষ থেকে রাজ্য সড়কের উপর দীর্ঘক্ষণ ধরে চলে প্রতিবাদ মিছিল ও সমাবেশ ৷ যার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় যান চলাচল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.