ডোমকল, 4 সেপ্টেম্বর : প্রশাসনিক ভবনের সামনে BJP-র অনশন ধর্না মঞ্চ সরাতে বাধ্য করল পুলিশ ৷ আধ ঘণ্টা সময়ও বেঁধে দিয়েছিল পুলিশ ৷ মুর্শিদাবাদের ডোমকলের মহকুমা শাসকের দপ্তরের সামনের ঘটনা ৷ আজ BJP-র রাজ্য সভাপতি বাংলা বাঁচাও গণতন্ত্র বাঁচাও ডাক দিয়েছিলেন ৷ সেইমতো বহরমপুরসহ মুর্শিদাবাদের পাঁচ মহকুমা শাসকের দপ্তরের সামনে অনশন ধর্না মঞ্চ তৈরি হয় ৷ আজ সকাল দশটায় আন্দোলন শুরু হয় ৷
জানা গেছে, ডোমকলে আজ সকাল থেকে BJP-র কর্মীরা অনশনে বসে ৷ সেই সময় পুলিশ এসে বাঁধা দেয় ৷ মঞ্চ তুলে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলে ৷ সময়ও বেঁধে দেয় ৷ সেইমতো কর্মীরা মঞ্চ খুলে নিয়ে প্রশাসনিক দপ্তর থেকে 200 মিটার দূরত্বে ফের মঞ্চ বাঁধার চেষ্টা করে এবং রাস্তায় বসে আন্দোলন দেখাতে থাকে ৷ ডোমকল ব্যতীত অন্য মহকুমার অনশন মঞ্চ থেকে আপাতত শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয় ৷
BJP নেতা সমীরণ মণ্ডল বলেন, "গতকাল বিকেলে ডোমকলে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল ৷ সেই সময় প্রশাসনের তরফে কোনও বাঁধা দেওয়া হয়নি ৷ আজ সকালে দলের নেতৃত্বরা অবস্থান বিক্ষোভে বসতেই পুলিশ বাহিনী আসে ৷ আধ ঘণ্টার মধ্যে মঞ্চ খুলে ফেলার নির্দেশ দেয় ৷ মঞ্চ খোলার সময়েই কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধ্বস্তি শুরু হয় ৷ চরম বিশৃঙ্খলা তৈরি হয় ৷ কিন্তু পুলিশের জন্য আমাদের আন্দোলন থেমে থাকবে না ৷ অবশেষে প্রশাসনিক দপ্তর থেকে 200 মিটার দূরে রাস্তায় বসে গণতন্ত্র বাঁচাও আন্দোলন শুরু করেছে আমাদের কর্মীরা ৷"