ETV Bharat / state

Woman arrested with Fake Currency : চার লক্ষ টাকার জালনোট-সহ গ্রেফতার মহিলা

author img

By

Published : Dec 11, 2021, 1:59 PM IST

জালনোট পাচারের অভিযোগে গ্রেফতার মহিলা ৷ উদ্ধার চার লক্ষ টাকার জালনোট (Fake Currency) ৷ মুর্শিদাবাদের নিউ ফরাক্কা মোড়ের ঘটনা ৷ ধৃতের নাম সনজিরা খাতুন ৷ তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা ৷

police arrest woman with fake currency in farakka
Police Arrest Woman with Fake Currency : চার লক্ষ টাকার জালনোট-সহ গ্রেফতার মহিলা

ফরাক্কা, 11 ডিসেম্বর : চার লক্ষ টাকার জালনোট-সহ এক মহিলাকে গ্রেফতার (Police Arrests Woman with Fake Currency) করল পুলিশ ৷ শনিবার ভোর চারটে নাগাদ তাঁকে পাকড়াও করা হয় ৷ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম সনজিরা খাতুন ৷ বয়স 30 থেকে 32 বছর ৷ তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জালনোটের ওই কনসাইনমেন্ট বিহারের পটনায় পাচার করার কথা ছিল সনজিরার ৷

আরও পড়ুন : Drug and Fake Currency : গাড়ির ড্যাশবোর্ড জালনোট, সাউন্ড সিস্টেমে মাদক; মালদায় গ্রেফতার 3

বাংলাদেশের বিভিন্ন এলাকায় জালনোটের কারবার নতুন নয় ৷ দুষ্কৃতীরা গোপনে ভারতীয় নোট জাল করে ৷ তারপর তা নানা হাত ঘুরিয়ে পাঠিয়ে দেয় ভারতের বাজারে ৷ এই জালনোটের অধিকাংশই ঢোকে কালিয়াচক, বৈষ্ণবনগর হয়ে ৷ কখনও রেল বা সড়কপথ, আবার কখনও জলপথে জালনোট পাচার করা হয় ৷ ইদানীং এই ধরনের কাজে মহিলাদের ব্যবহারের প্রবণতা বেড়েছে ৷ কারণ, পুরুষ ‘ক্য়ারিয়ার’-এর তুলনায় মহিলাদের ধরা পড়ার সম্ভাবনা কিছুটা হলেও কম ৷

বিহারে জালনোট পাচারের আগেই ফরাক্কায় গ্রেফতার মালদার মহিলা ৷

ফরাক্কা থানা (Farakka Police Station) সূত্রে জানা গিয়েছে, এক মহিলা জালনোটের একটি কনসাইনমেন্ট নিয়ে যে এলাকায় ঢুকছেন, সেই তথ্য আগে থেকেই পেয়েছিল তারা ৷ তাই সতর্ক ছিল পুলিশ ৷ নিউ ফরাক্কা মোড়ে মোতায়েন থেকে নজরদারি চালাচ্ছিলেন পুলিশের কর্মীরা ৷ সেই সময়েই এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ ওই মহিলা বাসে করে নিউ ফরাক্কা মোড়ে পৌঁছেছিলেন ৷ এখান থেকে ট্রেনে পটনা যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু, তার আগেই তাঁকে পাকড়াও করে পুলিশ ৷

আরও পড়ুন : Police Injured : জালনোট কারবারিকে ধরতে গিয়ে কালিয়াচকে আক্রান্ত পুলিশ, জখম 8

মহিলার কাছে একটি ব্যাগ ছিল ৷ সেই ব্যাগে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় জালনোট ৷ সব মিলিয়ে চার লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয় ৷ সবক’টিই ছিল 500 টাকার জালনোট ৷ সনজিরাকে জেরা করে এই চক্রের বাকি সদস্যদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷

ফরাক্কা, 11 ডিসেম্বর : চার লক্ষ টাকার জালনোট-সহ এক মহিলাকে গ্রেফতার (Police Arrests Woman with Fake Currency) করল পুলিশ ৷ শনিবার ভোর চারটে নাগাদ তাঁকে পাকড়াও করা হয় ৷ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম সনজিরা খাতুন ৷ বয়স 30 থেকে 32 বছর ৷ তিনি মালদার কালিয়াচকের বাসিন্দা ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, জালনোটের ওই কনসাইনমেন্ট বিহারের পটনায় পাচার করার কথা ছিল সনজিরার ৷

আরও পড়ুন : Drug and Fake Currency : গাড়ির ড্যাশবোর্ড জালনোট, সাউন্ড সিস্টেমে মাদক; মালদায় গ্রেফতার 3

বাংলাদেশের বিভিন্ন এলাকায় জালনোটের কারবার নতুন নয় ৷ দুষ্কৃতীরা গোপনে ভারতীয় নোট জাল করে ৷ তারপর তা নানা হাত ঘুরিয়ে পাঠিয়ে দেয় ভারতের বাজারে ৷ এই জালনোটের অধিকাংশই ঢোকে কালিয়াচক, বৈষ্ণবনগর হয়ে ৷ কখনও রেল বা সড়কপথ, আবার কখনও জলপথে জালনোট পাচার করা হয় ৷ ইদানীং এই ধরনের কাজে মহিলাদের ব্যবহারের প্রবণতা বেড়েছে ৷ কারণ, পুরুষ ‘ক্য়ারিয়ার’-এর তুলনায় মহিলাদের ধরা পড়ার সম্ভাবনা কিছুটা হলেও কম ৷

বিহারে জালনোট পাচারের আগেই ফরাক্কায় গ্রেফতার মালদার মহিলা ৷

ফরাক্কা থানা (Farakka Police Station) সূত্রে জানা গিয়েছে, এক মহিলা জালনোটের একটি কনসাইনমেন্ট নিয়ে যে এলাকায় ঢুকছেন, সেই তথ্য আগে থেকেই পেয়েছিল তারা ৷ তাই সতর্ক ছিল পুলিশ ৷ নিউ ফরাক্কা মোড়ে মোতায়েন থেকে নজরদারি চালাচ্ছিলেন পুলিশের কর্মীরা ৷ সেই সময়েই এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা যায় ৷ ওই মহিলা বাসে করে নিউ ফরাক্কা মোড়ে পৌঁছেছিলেন ৷ এখান থেকে ট্রেনে পটনা যাওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু, তার আগেই তাঁকে পাকড়াও করে পুলিশ ৷

আরও পড়ুন : Police Injured : জালনোট কারবারিকে ধরতে গিয়ে কালিয়াচকে আক্রান্ত পুলিশ, জখম 8

মহিলার কাছে একটি ব্যাগ ছিল ৷ সেই ব্যাগে তল্লাশি চালিয়েই উদ্ধার হয় জালনোট ৷ সব মিলিয়ে চার লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয় ৷ সবক’টিই ছিল 500 টাকার জালনোট ৷ সনজিরাকে জেরা করে এই চক্রের বাকি সদস্যদের হদিশ পাওয়ার চেষ্টা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.