ETV Bharat / state

Bomb Blast in Murshidabad: নওদায় বোমা বিস্ফোরণে মৃত 1, জখম আরও 1 - নওদায় বোমা বিস্ফোরণ

নওদায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে (Bomb Blast in Murshidabad) ৷ বৃহস্পতিবার রাতের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ এর পিছনে রাজনৈতিক যোগের অভিযোগ করেছেন স্থানীয়রা ৷

Bomb Blast in Murshidabad ETV BHARAT
Bomb Blast in Murshidabad
author img

By

Published : Mar 10, 2023, 11:34 AM IST

নওদা (মুর্শিদাবাদ), 10 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের মুখে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা ৷ বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । আরও একজন আহত অবস্থায় হাসপাতালে ভরতি ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নওদা থানার মধুপুর পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়ার ঘটনা (One Person Dies at Bomb Blast in Naoda) ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত ব্যক্তির নাম মেরজুল শেখ ৷ আর আহত ব্যক্তির নাম কাবিজুল শেখ ৷ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মধুপুর পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়া এলাকা ৷ জানা গিয়েছে, একটি বাগানের ভিতরে সেই বিস্ফোরণ হয় ৷ স্থানীয়রা সেই বাগানে গিয়ে দেখেন 2 ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের 2 জনকে উদ্ধার করে প্রথমে নওদার আমতলা হাসপাতালে নিয়ে যায় ৷ পরে সেখান থেকে মুর্শিদাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক মেরজুল শেখকে মৃত বলে ঘোষণা করেন ৷

কাবিজুল শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা বাঁধতে গিয়ে বা পড়ে থাকা বোমায় চাপ লেগে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে ৷ তদন্তের স্বার্থে বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে ৷ সেখানে আর কোনও বোমা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে, মৃত মেরজুল শেখের পরিবারের দাবি, তাঁকে বোমা মারা হয়েছে ৷ পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে ৷ তবে, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ডাঙ্গাপাড়ায় ৷

আরও পড়ুন: বীরভূমের মল্লারপুরে বোমা ফেটে আহত চার শিশু

এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলেও স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন ৷ পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে ৷ উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ আর তার আগে মুর্শিদাবাদ, বীরভূম-সহ রাজ্যের একাধিক জেলায় বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা সামনে আসছে ৷ অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনের পরেও নওদার মধুপুর পঞ্চায়েত এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ৷

নওদা (মুর্শিদাবাদ), 10 মার্চ: পঞ্চায়েত নির্বাচনের মুখে বোমা বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা ৷ বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । আরও একজন আহত অবস্থায় হাসপাতালে ভরতি ৷ জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে নওদা থানার মধুপুর পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়ার ঘটনা (One Person Dies at Bomb Blast in Naoda) ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় মৃত ব্যক্তির নাম মেরজুল শেখ ৷ আর আহত ব্যক্তির নাম কাবিজুল শেখ ৷ তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল ৷

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে মধুপুর পঞ্চায়েত এলাকার ডাঙ্গাপাড়া এলাকা ৷ জানা গিয়েছে, একটি বাগানের ভিতরে সেই বিস্ফোরণ হয় ৷ স্থানীয়রা সেই বাগানে গিয়ে দেখেন 2 ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে রয়েছেন ৷ স্থানীয়রাই পুলিশে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের 2 জনকে উদ্ধার করে প্রথমে নওদার আমতলা হাসপাতালে নিয়ে যায় ৷ পরে সেখান থেকে মুর্শিদাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসক মেরজুল শেখকে মৃত বলে ঘোষণা করেন ৷

কাবিজুল শেখ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা বাঁধতে গিয়ে বা পড়ে থাকা বোমায় চাপ লেগে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে ৷ তদন্তের স্বার্থে বিস্ফোরণস্থল ঘিরে রাখা হয়েছে ৷ সেখানে আর কোনও বোমা রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে, মৃত মেরজুল শেখের পরিবারের দাবি, তাঁকে বোমা মারা হয়েছে ৷ পুলিশ সেই অভিযোগ খতিয়ে দেখছে ৷ তবে, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ডাঙ্গাপাড়ায় ৷

আরও পড়ুন: বীরভূমের মল্লারপুরে বোমা ফেটে আহত চার শিশু

এই ঘটনায় রাজনৈতিক যোগ রয়েছে বলেও স্থানীয়দের কেউ কেউ অভিযোগ করেছেন ৷ পুলিশ সেই দিকটিও খতিয়ে দেখছে ৷ উল্লেখ্য, আগামী কয়েক মাসের মধ্যেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা ৷ আর তার আগে মুর্শিদাবাদ, বীরভূম-সহ রাজ্যের একাধিক জেলায় বোমা বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনা সামনে আসছে ৷ অভিযোগ গত পঞ্চায়েত নির্বাচনের পরেও নওদার মধুপুর পঞ্চায়েত এলাকা রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.