ETV Bharat / state

বন্ধ রুজি-রুটি, মুর্শিদাবাদে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ব্যক্তি - লকডাউন আপডেট

লকডাউনের কারণে বন্ধ রুজি-রুটি । মানসিক অবসাদে ভুগছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বাসিন্দা চঞ্চল দত্ত । আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় ।

মুর্শিদাবাদ
author img

By

Published : Apr 22, 2020, 3:31 PM IST

ভরতপুর, 22 এপ্রিল : এমনিতেই অভাবের সংসার । লকডাউনের কারণে বন্ধ রুজি-রুটি । মানসিক অবসাদে ভুগছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের অধিবাসী চঞ্চল দত্ত । আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । অভাবের কারণেই আত্মহত্যা করেছেন তিনি বলে জানাচ্ছে তাঁর পরিবার ।

মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামের বাসিন্দা ছিলেন চঞ্চল দত্ত । দীর্ঘদিন ধরে তিনি দর্জির কাজ করতেন । একটি দুর্ঘটনার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তারপর থেকে দর্জির কাজ বন্ধ হয়ে যায় । বর্তমানে ছোটো মেয়ে ও বউ নিয়ে সংসার ছিল । বাকি দুই মেয়ের বিয়ে দিয়েছেন তিনি ।

কাজ না থাকার কারণে অভাবের সংসার ৷ পাশাপাশি লকডাউনের কারণে অন্য কোনও কাজও করতে পারছিলেন না । ঝড় বৃষ্টির কারণে বাড়ির টালিও ভেঙে পড়ে । সারাতে পারেননি । ফলে বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । “অভাবের তাড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ।”, চোখ মুছতে মুছতে জানালেন চঞ্চল দত্তের স্ত্রী ।

আজ সকালে স্ত্রী এবং মেয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ পান । প্রতিবেশীদের খবর দেন । ভরতপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ভরতপুর, 22 এপ্রিল : এমনিতেই অভাবের সংসার । লকডাউনের কারণে বন্ধ রুজি-রুটি । মানসিক অবসাদে ভুগছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের অধিবাসী চঞ্চল দত্ত । আজ সকালে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় । অভাবের কারণেই আত্মহত্যা করেছেন তিনি বলে জানাচ্ছে তাঁর পরিবার ।

মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামের বাসিন্দা ছিলেন চঞ্চল দত্ত । দীর্ঘদিন ধরে তিনি দর্জির কাজ করতেন । একটি দুর্ঘটনার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । তারপর থেকে দর্জির কাজ বন্ধ হয়ে যায় । বর্তমানে ছোটো মেয়ে ও বউ নিয়ে সংসার ছিল । বাকি দুই মেয়ের বিয়ে দিয়েছেন তিনি ।

কাজ না থাকার কারণে অভাবের সংসার ৷ পাশাপাশি লকডাউনের কারণে অন্য কোনও কাজও করতে পারছিলেন না । ঝড় বৃষ্টির কারণে বাড়ির টালিও ভেঙে পড়ে । সারাতে পারেননি । ফলে বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন । “অভাবের তাড়নায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ।”, চোখ মুছতে মুছতে জানালেন চঞ্চল দত্তের স্ত্রী ।

আজ সকালে স্ত্রী এবং মেয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর মৃতদেহ পান । প্রতিবেশীদের খবর দেন । ভরতপুর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.