বহরমপুর, 27 জানুয়ারি: ফের গুলি চলল মুর্শিদাবাদে ৷ এই নিয়ে এক সপ্তাহে তিনটি শ্যুটআউটের ঘটনা ঘটল মুর্শিদাবাদে । শুক্রবার ভর সন্ধ্যায় এই গুলি চালনার ঘটনা ঘটেছে ডোমকলে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি হলুদ স্কুটিতে চেপে মাথায় হেলমেট পরে এসে দিয়ে গুলি চালায় দুই দুষ্কৃতী । গুলিতে গুরুতর জখম হয়েছেন এক যুবক । জখম যুবকের নাম সমীরুল শেখ ওরফে রুবেল । তাঁর বাড়ি রমনা শেখপাড়ায় (Domkal Shootout)।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ এই ঘটনাটি ঘটে ডোমকল গোধনপাড়া সড়কের উপর ডোমকল থানার রমনা শেখপাড়ায় । পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুটি বেশ কয়াক রাউন্ড গুলি চালিয়ে সঙ্গে সঙ্গে চম্পট দেয় দুষ্কৃতীরা । স্থানীয় মানুষ ছুটে এসে জখম যুবককে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে । অবস্থার অবনতি হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Shootout at Domkal) ।
আরও পড়ুন: পুলিশ ব্যারাকে চলল গুলি, সহকর্মীর গুলিতে আহত এক এসআই
ডোমকল থানার পুলিস জানিয়েছে, ব্যক্তিগত আক্রোশের জেরে এই শ্যুটআউটের ঘটনা ঘটে থাকতে পারে । পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তবে এই ঘটনার প্রেক্ষিতে কোনও অভিযোগ এখনও দায়ের হয়নি বলেই জানিয়েছে পুলিস । স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, ডোমকল গোধনপাড়া সড়কের উপর রমনা শেখপাড়ার কালর্ভাটে বসে এদিন সন্ধ্যায় গল্প করছিল তিন যুবক ।
সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ডোমকলের দিক থেকে স্কুটিতে দুই দুষ্কৃতী এসে ওই যুবকদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় । ঘটনায় গুলিবিদ্ধ হয় সমীরুল শেখ । তবে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, সমীরুল শেখকে লক্ষ্য করেই এদিন গুলি চালায় ওই দুই দুষ্কৃতী ৷ আবার গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েও ওই যুবকের গায়ে লাগতে পারে বলে মনে করা হচ্ছে ৷ কারা, কী কারণে এই গুলি চালাল তা তদন্ত করে দেখছে পুলিশ ৷ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷