ETV Bharat / state

বোমা বাঁধতে গিয়ে মৃত্যু তৃণমূল সমর্থকের - bomb

বোমা বাঁধতে গিয়ে মৃত্যু তৃণমূল সমর্থকের । মৃতকে তৃণমূল সমর্থক মানতে অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের ।

মৃত মিস্টার শেখ
author img

By

Published : Jun 8, 2019, 4:42 PM IST

Updated : Jun 8, 2019, 7:09 PM IST

বহরমপুর, 8 জুন : বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল যুবকের । গুরুতর জখম 1 । মৃত যুবকের নাম মিস্টার শেখ (28) । সামশেরগঞ্জ থানার রঘুনন্দপুর এলাকার ঘটনা ।

রঘুনন্দপুরের বাসিন্দা মিস্টার শেখ তৃণমূল সমর্থক । শুক্রবার রাতে স্থানীয় একটি আমবাগানে বোমা বাঁধার কাজ চলছিল । সেইসময় বোমা ফেটে জখম হয় মিস্টার শেখ ও বাসির শেখ । জখম অবস্থায় দু'জনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । আজ সেখানে মৃত্যু হয় মিস্টার শেখের । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাসিরকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকা দখলকে কেন্দ্র করে রঘুনন্দপুরের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনারুল হকের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে । তবে, কেন বোমা বাঁধা হচ্ছিল তা পরিষ্কার নয় । এদিকে, মিস্টার শেখকে তৃণমূল সমর্থক মানতে অস্বীকার করেছেন আমিরুল ও আনারুল ।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি । তবে, তল্লাশি চলাকালীন ঘটনাস্থান থেকে বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ।

বহরমপুর, 8 জুন : বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল যুবকের । গুরুতর জখম 1 । মৃত যুবকের নাম মিস্টার শেখ (28) । সামশেরগঞ্জ থানার রঘুনন্দপুর এলাকার ঘটনা ।

রঘুনন্দপুরের বাসিন্দা মিস্টার শেখ তৃণমূল সমর্থক । শুক্রবার রাতে স্থানীয় একটি আমবাগানে বোমা বাঁধার কাজ চলছিল । সেইসময় বোমা ফেটে জখম হয় মিস্টার শেখ ও বাসির শেখ । জখম অবস্থায় দু'জনকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় । আজ সেখানে মৃত্যু হয় মিস্টার শেখের । শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাসিরকে স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিকেল কলেজে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকা দখলকে কেন্দ্র করে রঘুনন্দপুরের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আনারুল হকের গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছে । তবে, কেন বোমা বাঁধা হচ্ছিল তা পরিষ্কার নয় । এদিকে, মিস্টার শেখকে তৃণমূল সমর্থক মানতে অস্বীকার করেছেন আমিরুল ও আনারুল ।

এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি । তবে, তল্লাশি চলাকালীন ঘটনাস্থান থেকে বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধার করে পুলিশ ।

sample description
Last Updated : Jun 8, 2019, 7:09 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.