ETV Bharat / state

গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত ব্যক্তি, আহত 12 - gas cylinder blast in Murshidabad

আন্ডিরণে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলছে তিনদিন ধরে ৷ মেলায় হিলিয়াম গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন একজন ৷ আচমকা সিলিন্ডারটি বিকট আওয়াজ করে ফেটে যায় ৷ দুর্ঘটনায় মৃত্যু হয় একজনের ৷ ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷

দুর্ঘটনায় মৃত ব্যক্তি
author img

By

Published : Nov 19, 2019, 9:51 PM IST

বেলডাঙা, 19 নভেম্বর : গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ দুর্ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার আন্ডিরণ গ্রামের ৷

আন্ডিরণে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলছে তিনদিন ধরে ৷ মেলায় হিলিয়াম গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন এক ব্যবসায়ী ৷ আচমকা সিলিন্ডারটি ফেটে যায় ৷ পাশেই দাঁড়িয়েছিলেন গোপেশ্বর মণ্ডল (65) ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ বেলেডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

দুর্ঘটনায় পাঁচ মহিলা সহ 12 জন আহত হন ৷ তাঁদের স্থানীয় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷ শেখর মণ্ডল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ ঘটনায় আহত হয়েছেন বেলুন বিক্রেতাও ৷

বেলডাঙা, 19 নভেম্বর : গ্যাস বেলুনের সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক ব্যক্তির ৷ দুর্ঘটনায় আহত হয়েছেন 12 জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ দুর্ঘটনাটি মুর্শিদাবাদের বেলডাঙা থানার আন্ডিরণ গ্রামের ৷

আন্ডিরণে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলছে তিনদিন ধরে ৷ মেলায় হিলিয়াম গ্যাসের সিলিন্ডার নিয়ে বেলুন বিক্রি করছিলেন এক ব্যবসায়ী ৷ আচমকা সিলিন্ডারটি ফেটে যায় ৷ পাশেই দাঁড়িয়েছিলেন গোপেশ্বর মণ্ডল (65) ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ বেলেডাঙা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ৷

দুর্ঘটনায় পাঁচ মহিলা সহ 12 জন আহত হন ৷ তাঁদের স্থানীয় বেলডাঙা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় ৷ শেখর মণ্ডল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকে প্রথমে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় ৷ পরে তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় ৷ ঘটনায় আহত হয়েছেন বেলুন বিক্রেতাও ৷

Intro:মেলায় গ্যাস বেলুন ফোলানোর সিলিন্ডার ফেটে মৃত এক। জখম পাঁচ মহিলা সহ বারো। Body:বেলডাঙা - গ্যাস বেলুন ভরার সিলিন্ডার ফেটে মৃত্যু হল একজনের। ঘটনায় গুরুতর জখম আরও বারোজন। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে কলকাতা রেফার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বেলডাঙা থানার আন্ডিরণ গ্রামে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। মৃতের নাম গোপেশ্বর মণ্ডল (৬৫)। বাড়ি আন্ডিরণ।
আন্ডিরণে কার্তিক পুজো উপলক্ষে মেলা চলছে গত তিনদিন ধরে। সেই মেলায় গ্যাসের সিলিন্ডার নিয়ে বেল্যন ফুলিয়ে বিক্রি করছিলেন একজন। আচমকা সেটি বিকট আওয়াজ করে ফেটে যায়। পাশেই ছিলেন গোপেশ্বরবাবু। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বেশ কয়েকজন মহিলা সহ বারোজনকে স্থানীয় বেলডাঙা গ্রামীন হাসপাতালে পাঠানো হয়। শেখর মন্ডল নামে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সঙ্গে সঙ্গে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনায় জখম গ্যাস বেলুন বিক্রেতাও।Conclusion:একজনকে কলকাতা রেফার করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.