সাগরপাড়া, 11 মে: আইসক্রিমের ট্রলিতে নিষিদ্ধ ফেন্সিডিল পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল এক মাদক পাচারকারী । মঙ্গলবার দিন দুপুরে ভারত-বাংলাদেশ আর্ন্তজাতিক সীমান্তের ফরাজিপাড়া বিওপি থেকে ওই পাচারকারীকে গ্রেফতার করে বিএসএফের 141 নম্বর ব্যাটলিয়নের জওয়ানরা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 319 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ । উদ্ধার হওয়া ওই ফেন্সিডিলে বাজারমূল্য 79 হাজার 541 টাকা বলে জানা গিয়েছে । বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুরজ মণ্ডল (20) । বাড়ি জলঙ্গি থানার চর পরাশপুরে ।
ভোট পর্ব মিটতেই ভারত-বাংলাদেশ সীমান্তে ফের সক্রিয় হয়ে উঠেছে আর্ন্তজাতিক মাদক পাচারচক্র । এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন আইসক্রিমের ট্রলিতে লুকিয়ে ফেন্সিডিলের বোতলগুলি আর্ন্তজাতিক সীমান্ত পার করার চেষ্টা করছিল সুরজ মণ্ডল । সেখানে কর্তব্যরত 141 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানদের সন্দেহ হতেই তাঁরা এই যুবককে ধাওয়া করে । বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 80 হাজার টাকার নিষিদ্ধ কাফ সিরাপ ।
প্রাথমিক তদন্তে বিএসএফ জানতে পেরেছে, ধৃত এই যুবক মাদক পাচারচক্রের ক্যারিয়ার হিসাবে কাজ করে । এদিন সে সাগরপাড়া থানার সোহেল মোল্লার কাছে ফেন্সিডিলগুলি সংগ্রহ করে । সেগুলি বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাংলাবাজারের বাসিন্দা জিয়ারুল শেখের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল । তার আগেই বিএসএফের হাতে ধরা পড়ে সে ৷ বাজেয়াপ্ত ফেন্সিডিল-সহ সুরজ মণ্ডলকে সাগরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন: শিলিগুড়িতে মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, শ্রীঘরে কলেজ পড়ুয়া