ETV Bharat / state

IPS অফিসার পরিচয় দিয়ে হুমকি, গ্রেপ্তার যুবক - IPS অফিসারের পরিচয় দিয়ে গ্রেপ্তার যুবক

বৃহস্পতিবার ধৃতকে কান্দি আদালতে তোলা হয় ৷ তাকে সাতদিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় ।

image
গ্রেপ্তার যুবক
author img

By

Published : Jul 10, 2020, 1:05 AM IST

কান্দি, 9 জুলাই : IPS অফিসার পরিচয় দিয়ে ও জাল সার্টিফিকেট দেখিয়ে একটি মেয়ের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বড়ঞা থানার পুলিশ ৷ অভিযুক্তের নাম রানা মণ্ডল ৷

বৃহস্পতিবার ধৃতকে কান্দি আদালতে তোলা হয় ৷ সেখানে তাকে সাতদিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় । ধৃত রানার বাড়ি রানিনগর থানার জামালপুর গ্রামে ৷ তার বিরুদ্ধে বড়ঞা থানার গোপীপুর গ্রামের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ, রানা নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে অভিযোগকারীর পরিবারকে হুমকি দেয় ৷ এছাড়া অভিযোগকারীর মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে এই মর্মে একটি জাল সার্টিফিকেট দেখিয়ে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ।

ঘটনার জেরে অভিযুক্ত রানা মণ্ডলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 467, 468, 471, 417, 419, 420, 506 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

কান্দি, 9 জুলাই : IPS অফিসার পরিচয় দিয়ে ও জাল সার্টিফিকেট দেখিয়ে একটি মেয়ের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ৷ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে বড়ঞা থানার পুলিশ ৷ অভিযুক্তের নাম রানা মণ্ডল ৷

বৃহস্পতিবার ধৃতকে কান্দি আদালতে তোলা হয় ৷ সেখানে তাকে সাতদিনের পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয় । ধৃত রানার বাড়ি রানিনগর থানার জামালপুর গ্রামে ৷ তার বিরুদ্ধে বড়ঞা থানার গোপীপুর গ্রামের এক বাসিন্দা অভিযোগ দায়ের করেন ।

অভিযোগ, রানা নিজেকে IPS অফিসার পরিচয় দিয়ে অভিযোগকারীর পরিবারকে হুমকি দেয় ৷ এছাড়া অভিযোগকারীর মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছে এই মর্মে একটি জাল সার্টিফিকেট দেখিয়ে মেয়েকে জোর করে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয় ।

ঘটনার জেরে অভিযুক্ত রানা মণ্ডলকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে 467, 468, 471, 417, 419, 420, 506 ধারায় মামলা রুজু করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.