ETV Bharat / state

জিয়াগঞ্জে খুনের ঘটনায় রাজ্যকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের

জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের (NCW) চেয়ারপার্সন রেখা শর্মার ।

জাতীয় মহিলা কমিশনের লোগো
author img

By

Published : Oct 10, 2019, 2:08 PM IST

Updated : Oct 10, 2019, 8:02 PM IST

দিল্লি ও জিয়াগঞ্জ, ১০ অক্টোবর : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের (NCW) । এই ধরনের ঘটনা বন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।

রেখা শর্মা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ-প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু এরকম ঘটনা এবং চিঠি রাজ্য সরকারের উপর কোনও প্রভাব ফেলে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভয়াবহ, ভয়াবহ অপরাধ এবং সবচেয়ে খারাপ বিষয় হল কর্তৃপক্ষ এধরনের ঘটনা বন্ধের জন্য কিছুই করছে না । আমি মুখ্যমন্ত্রী এবং DGP-কে চিঠি লিখেছি ৷ যদিও এটি হাঁসের পিঠে জলের মতো ।"

এই সংক্রান্ত খবর : জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন

দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তবে কে বা কারা এই খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ ।

তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । পুলিশের প্রাথমিক অনুমান, জিয়াগঞ্জের বাড়ি সংক্রান্ত কোনও পারিবারিক সমস্যা কিংবা তীব্র প্রতিশোধস্পৃহা থেকেই এই খুন । যদিও এখনও তা অষ্পষ্ট । ঘটনার তদন্ত শুরু হয়েছে । রাজ্যের RSS সম্পাদক জিষ্ণু বসু জানান, মৃত ব্যক্তি বন্ধুপ্রকাশ মণ্ডল RSS-র সদস্য ছিলেন ।

দিল্লি ও জিয়াগঞ্জ, ১০ অক্টোবর : মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ জাতীয় মহিলা কমিশনের (NCW) । এই ধরনের ঘটনা বন্ধের জন্য পশ্চিমবঙ্গ সরকার কোনও পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ।

রেখা শর্মা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ-প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে । কিন্তু এরকম ঘটনা এবং চিঠি রাজ্য সরকারের উপর কোনও প্রভাব ফেলে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি ৷ টুইটারে তিনি লিখেছেন, "ভয়াবহ, ভয়াবহ অপরাধ এবং সবচেয়ে খারাপ বিষয় হল কর্তৃপক্ষ এধরনের ঘটনা বন্ধের জন্য কিছুই করছে না । আমি মুখ্যমন্ত্রী এবং DGP-কে চিঠি লিখেছি ৷ যদিও এটি হাঁসের পিঠে জলের মতো ।"

এই সংক্রান্ত খবর : জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী ও শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন

দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র সহ ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তবে কে বা কারা এই খুন করেছে তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে পুলিশ ।

তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি । পুলিশের প্রাথমিক অনুমান, জিয়াগঞ্জের বাড়ি সংক্রান্ত কোনও পারিবারিক সমস্যা কিংবা তীব্র প্রতিশোধস্পৃহা থেকেই এই খুন । যদিও এখনও তা অষ্পষ্ট । ঘটনার তদন্ত শুরু হয়েছে । রাজ্যের RSS সম্পাদক জিষ্ণু বসু জানান, মৃত ব্যক্তি বন্ধুপ্রকাশ মণ্ডল RSS-র সদস্য ছিলেন ।

Supaul (Bihar), Oct 10 (ANI): A woman and her sister who was minor were allegedly gang raped on gun point in Husainabad village in Raghopur area of Supaul district on October 08. The injured woman was shot by accused for resisting. ASP, Birpur said, "We're on the spot and have sent victim to hospital. We're investigating the matter".
Last Updated : Oct 10, 2019, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.