ETV Bharat / state

WB Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল নবগ্রামের তৃণমূল বিধায়কের - tmc mla from nabagram

মুর্শিদাবাদ জেলায় বারবার কেন্দ্রীয় তদন্তকারী দলের আনাগোনা শুরু হয়েছে। বিধায়ক জাকির হোসেনের পর বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷ এরপর নাম জুড়ল শাসকদলের আরও এক বিধায়কের।

Etv Bharat
নিয়োগ দুর্নীতির চার্জশিটে নাম নবগ্রামের বিধায়কের
author img

By

Published : Apr 15, 2023, 9:23 PM IST

মুর্শিদাবাদ, 15 এপ্রিল: রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুক্রবার থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে একাধিক নথি মিলেছে বলেও দাবি তদন্তকারীদের ৷ শনিবার,নববর্ষের প্রথম দিনেও চলেছে তল্লাশি ৷ এর মাঝেই রাজ্যের শাসক দলের আরও এক বিধায়কের নাম উঠে এল এই দুর্নীতিতে ৷ নাম জড়িয়েছে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের ৷ বিধায়কের অবশ্য অভিযোগ, এই ঘটনা বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তিষ্কপ্রসূত ষড়যন্ত্র ৷

মুর্শিদাবাদ জেলায় চলতি বছরে বারবার কেন্দ্রীয় তদন্তকারী দলের আনাগোনা শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক জাকির হোসেন-সহ জঙ্গিপুরের একাধিক ব্যবসায়ীর বাড়ি ও মিলে খানাতল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর বড়ঞার তৃণমূলের বিধায়কের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷ এসবের মাঝেই নাম জুড়েছে নবগ্রামের বিধায়কের। নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম উঠে আসতেই বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন,"জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটি অত্যন্ত লড়াই করে দল গঠন করে কাজ করে চলেছে। তাতে বিরোধী পক্ষের সমস্যা হচ্ছে বলে তারা ইডি, সিবিআইকে দিয়ে ভয় দেখনোর চেষ্টা করছে।"

পাশাপাশি সরাসরি শুভেন্দু অধিকারীর নাম করে বিধায়কের বিষ্ফোরক অভিযোগ,"যিনি (শুভেন্দু অধিকারী) দিদির খুব কাছের ছিলেন একটা সময়ে, তিনি নিজে পাঁচটা চাকরি করে দেবেন বলে নাম চেয়েছিলেন ৷ ওঁকে পাঁচটা নাম দেওয়া হলেও চাকরি দিতে পারেননি।" বিধায়কের দাবি, তিনি নিজের মেয়ের চাকরির জন্যও বলেছিলেন ৷ কিন্তু তাও হয়নি বলে দাবি তাঁর ৷ এদিন কানাইচন্দ্র মণ্ডল বলেন, "এখন শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়ে বদনাম করছে। পঞ্চায়েত ভোটে শাসকদলের জয় নিশ্চিত তাই উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করছে।"

আরও পড়ুন: নয়া ব্লক কমিটি নিয়ে চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী দলের অভিযানে পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় রীতিমতো চাপে পড়েছে শাসক দল। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, সিবিআই বা ইডির লাগাতার এই অভিযানে যাঁরা শাসক দলের নেতৃত্ব পদে রয়েছেন বা শাসক দল ঘেঁষা তাঁরা বিপাকে পড়ছেন। দু'দিন ধরে সিবিআইয়ের দল বড়ঞার বিধায়কের বাড়িতে কার্যত জাঁকিয়ে বসে আছে। বাড়ি বা বাড়ি লাগোয়া এলাকা, পুকুর কোনও জায়গাই কেন্দ্রীয় তদন্তকারী দলের তল্লাশির বাইরে নেই। সূত্রের খবর, আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের নাম রয়েছে ৷ বিধায়কের অবশ্য দাবি, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই ৷ পাশাপাশি ইডি বা সিবিআই তাঁকে কিছু জানায়নি বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে, একদিন পেরিয়ে গেলেও বড়ঞার বিধায়কের বাড়িতে এখনও তল্লাশি জারি সিবিআইয়ের ৷ জেলায় সিবিআই হানা দেওয়ার পরই নবগ্রামের বিধায়কের নামও নিয়োগ দূর্নীতি মামলায় উঠে এল। যদিও জেলা তৃণমূলের কোনও শীর্ষ নেতা এই প্রসঙ্গে মুখ খোলেননি।

মুর্শিদাবাদ, 15 এপ্রিল: রাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্তে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে শুক্রবার থেকে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ তাঁর বাড়ি থেকে একাধিক নথি মিলেছে বলেও দাবি তদন্তকারীদের ৷ শনিবার,নববর্ষের প্রথম দিনেও চলেছে তল্লাশি ৷ এর মাঝেই রাজ্যের শাসক দলের আরও এক বিধায়কের নাম উঠে এল এই দুর্নীতিতে ৷ নাম জড়িয়েছে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের ৷ বিধায়কের অবশ্য অভিযোগ, এই ঘটনা বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মস্তিষ্কপ্রসূত ষড়যন্ত্র ৷

মুর্শিদাবাদ জেলায় চলতি বছরে বারবার কেন্দ্রীয় তদন্তকারী দলের আনাগোনা শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক জাকির হোসেন-সহ জঙ্গিপুরের একাধিক ব্যবসায়ীর বাড়ি ও মিলে খানাতল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর বড়ঞার তৃণমূলের বিধায়কের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই ৷ এসবের মাঝেই নাম জুড়েছে নবগ্রামের বিধায়কের। নিয়োগ দুর্নীতিতে তাঁর নাম উঠে আসতেই বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন,"জঙ্গিপুর সাংগঠনিক জেলা কমিটি অত্যন্ত লড়াই করে দল গঠন করে কাজ করে চলেছে। তাতে বিরোধী পক্ষের সমস্যা হচ্ছে বলে তারা ইডি, সিবিআইকে দিয়ে ভয় দেখনোর চেষ্টা করছে।"

পাশাপাশি সরাসরি শুভেন্দু অধিকারীর নাম করে বিধায়কের বিষ্ফোরক অভিযোগ,"যিনি (শুভেন্দু অধিকারী) দিদির খুব কাছের ছিলেন একটা সময়ে, তিনি নিজে পাঁচটা চাকরি করে দেবেন বলে নাম চেয়েছিলেন ৷ ওঁকে পাঁচটা নাম দেওয়া হলেও চাকরি দিতে পারেননি।" বিধায়কের দাবি, তিনি নিজের মেয়ের চাকরির জন্যও বলেছিলেন ৷ কিন্তু তাও হয়নি বলে দাবি তাঁর ৷ এদিন কানাইচন্দ্র মণ্ডল বলেন, "এখন শুভেন্দু অধিকারী অন্য দলে গিয়ে বদনাম করছে। পঞ্চায়েত ভোটে শাসকদলের জয় নিশ্চিত তাই উদ্দ্যেশ্যপ্রণোদিত ভাবে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য চক্রান্ত করছে। মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও নষ্ট করার চেষ্টা করছে।"

আরও পড়ুন: নয়া ব্লক কমিটি নিয়ে চন্দ্রকোনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল

লাগাতার কেন্দ্রীয় তদন্তকারী দলের অভিযানে পঞ্চায়েত ভোটের আগে মুর্শিদাবাদ জেলায় রীতিমতো চাপে পড়েছে শাসক দল। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, সিবিআই বা ইডির লাগাতার এই অভিযানে যাঁরা শাসক দলের নেতৃত্ব পদে রয়েছেন বা শাসক দল ঘেঁষা তাঁরা বিপাকে পড়ছেন। দু'দিন ধরে সিবিআইয়ের দল বড়ঞার বিধায়কের বাড়িতে কার্যত জাঁকিয়ে বসে আছে। বাড়ি বা বাড়ি লাগোয়া এলাকা, পুকুর কোনও জায়গাই কেন্দ্রীয় তদন্তকারী দলের তল্লাশির বাইরে নেই। সূত্রের খবর, আদালতে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই যে চার্জশিট জমা দিয়েছে তাতে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডলের নাম রয়েছে ৷ বিধায়কের অবশ্য দাবি, এ বিষয়ে তাঁর কিছুই জানা নেই ৷ পাশাপাশি ইডি বা সিবিআই তাঁকে কিছু জানায়নি বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে, একদিন পেরিয়ে গেলেও বড়ঞার বিধায়কের বাড়িতে এখনও তল্লাশি জারি সিবিআইয়ের ৷ জেলায় সিবিআই হানা দেওয়ার পরই নবগ্রামের বিধায়কের নামও নিয়োগ দূর্নীতি মামলায় উঠে এল। যদিও জেলা তৃণমূলের কোনও শীর্ষ নেতা এই প্রসঙ্গে মুখ খোলেননি।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.