কান্দি, 28 এপ্রিল : মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম থেকে অনূর্ধ্ব 14 খো-খো খেলোয়াড়রা আন্তঃজেলা প্রতিযোগিতায় রওনা দিচ্ছে আজ, অর্থাৎ বৃহস্পতিবার (Murshidabad under 14 girls and boys are participant in inter district kho kho tournament) ৷
এই প্রতিযোগিতার জন্য কান্দি মোহনবাগান মাঠে সবুজ ঘাসে ওরা মন দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে ৷ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা সিলেকশন ম্যাচ খেলতে ৷ সেখানে ওরা নিজের সেরাটা দিয়ে ম্যাচ খেলছে ৷ তারপর 12টি ছেলে ও 12টি মেয়ে আন্তঃজেলা প্রতিযোগিতায় যাওয়ার জন্য সুযোগ পেয়েছে ৷
মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের দুটি খো-খো ক্লাব এবং জেলার নানান প্রান্তে খো-খো খেলোয়াড়দের মধ্যে যারা অনূর্ধ্ব 14 ছেলে ও মেয়ে আছে, তাদের নিয়ে একটি ক্যাম্প করা হচ্ছে কান্দি মোহনবাগান মাঠে। সিলেকশন ম্যাচে জিতে যারা সুযোগ পেয়েছে তাদেরকেই এই ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মঙ্গলবারে ফাইনাল সিলেকশন ম্যাচে জিতেছে 12 জন খেলোয়াড় ৷ তারা আগামী 29, 30 এপ্রিল ও 1 মে তমলুকে আন্তঃজেলা প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। মুর্শিদাবাদ জেলার হয়ে তারা প্রতিনিধিত্ব করবে। নির্বাচিত দুটি টিমে 12 জন ছেলে ও 12 জন মেয়ে থাকছে। প্রশিক্ষক রত্নাকর দাস খুবই অল্প সময়ে খেলোয়াড়দের প্রশিক্ষিত করছেন। এই খেলোয়াড়রাও অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে জয়ের মনোভাব নিয়েই এগিয়ে চলার জন্য রীতিমতো পরিশ্রম করছে।
আরও পড়ুন : Teachers initiative for Students : স্কুলছুটদের ফেরাতে অভিনব উদ্যোগ শিক্ষকদের
আগামী 29, 30 এপ্রিল ও 1 মে রাজ্যের বিভিন্ন জেলা থেকে অনূর্ধ্ব 14 খো-খো খেলোয়াড়রা নিজ নিজ জেলার হয়ে প্রতিনিধিত্ব করতে আসবে এই প্রতিযোগিতায় ৷