ETV Bharat / state

Adhir Targets Rajnath: রাজনাথ স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন রাজ্যে সর্বাধিক গরু পাচার হয়েছে, বিস্ফোরক অধীর

রাজনাথ সিং স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন এই রাজ্যে সবথেকে বেশি গরু পাচার হয়েছে ৷ বহরমপুরে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন অধীর রঞ্জন চৌধুরী ৷

Adhir Targets Rajnath ETV Bharat
অধীর রাজনাথ
author img

By

Published : May 5, 2023, 2:46 PM IST

Updated : May 5, 2023, 3:27 PM IST

বিস্ফোরক অভিযোগ অধীরের

বহরমপুর, 5 মে: রাজনাথ সিং যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এই রাজ্যে সবচেয়ে বেশি গরু পাচার হয়েছে । গরু পাচারে বিএসএফ-এর যোগের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এ বার এই নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।

শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীর বলেন, গরু আসে গোবলয় রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে । জাতীয় সড়কের উপর দিয়ে আসে । সেখান থেকে রাজ্যে ঢোকে । রাজ্য পুলিশের সীমানার উপর দিয়েই সীমান্তে বিএসএফ-এর কাছে যায় । ফলে পুলিশ ও বিএসএফ - সব জানে । বিএসএফ-এর এক আধিকারিক গরু পাচার চক্রে তিহাড় সংশোধনাগারে রয়েছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী ৷

পাশাপাশি তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন সবথেকে বেশি গরু পাচার হয়েছে এই রাজ্যে । অধীর বলেন, "লক্ষ্য করবেন, রাজনাথ সিং-এর বিরুদ্ধে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও দিন মুখ খোলেননি । এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও রাজনাথ সিং কিছু বলেননি ।"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন অধীর ৷ তিনি বলেন, "খোকাবাবু (অভিষেক বন্দ্যোপাধ্যায়) একা পারছেন না । খোকাবাবুকে পিছন থেকে শক্তি যোগাতে এখন দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) উড়ে এসেছেন । তাতে আমাদের কোনও প্রশ্ন নেই । মুখ্যমন্ত্রী যে হারে মানুষকে মিথ্যা বলছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন এখানেই আমাদের আপত্তি ।"

অধীরের প্রশ্ন, ভাঙনে যখন মানুষ ত্রাহি ত্রাহি রব তুলেছিলেন তখন মমতা কোথায় ছিলেন ? আজ তিনি খরার সময় ভাঙনের গল্প শোনাচ্ছেন বলে কটাক্ষ করেন অধীর । তাঁর মতে, সাগরদিঘি নির্বাচনের পর থেকে মুসলিম ভোট মমতার হাতছাড়া হতে শুরু করেছে । তাই মালদা, মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদের বাগে আনতে চাইছেন তৃণমূল নেত্রী । আর সে জন্যই তিনি ওয়াকফ বোর্ডের কথা বলছেন বলে মত অধীরের ।

তাঁর অভিযোগ, "ফের এনআরসি ও নাগরিক আইনের ভয় দেখিয়ে মুসলিমদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি । ভোট এলে এনআরসি, নাগরিক আইন আবারে বাজারে বিক্রি হবে । তাতে ভয় পাওয়ার কিছু নেই । আমি নিজে বাংলাদেশি । সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, ক্ষমতা থাকলে আমাকে তাড়িয়ে দেখান । বিজেপি শাসিত 18টি রাজ্যে এনআরসি, নাগরিক আইন চালু হয়নি । এগুলি হল নির্বাচনের হাতিয়ার ।"

আরও পড়ুন: মমতার থেকে মুখ ঘোরাচ্ছেন রাজ্যের মানুষ, দাবি অধীরের

বিস্ফোরক অভিযোগ অধীরের

বহরমপুর, 5 মে: রাজনাথ সিং যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন এই রাজ্যে সবচেয়ে বেশি গরু পাচার হয়েছে । গরু পাচারে বিএসএফ-এর যোগের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি এ বার এই নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ।

শুক্রবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে অধীর বলেন, গরু আসে গোবলয় রাজস্থান, উত্তরপ্রদেশ ও হরিয়ানা থেকে । জাতীয় সড়কের উপর দিয়ে আসে । সেখান থেকে রাজ্যে ঢোকে । রাজ্য পুলিশের সীমানার উপর দিয়েই সীমান্তে বিএসএফ-এর কাছে যায় । ফলে পুলিশ ও বিএসএফ - সব জানে । বিএসএফ-এর এক আধিকারিক গরু পাচার চক্রে তিহাড় সংশোধনাগারে রয়েছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী ৷

পাশাপাশি তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, রাজনাথ সিং যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তখন সবথেকে বেশি গরু পাচার হয়েছে এই রাজ্যে । অধীর বলেন, "লক্ষ্য করবেন, রাজনাথ সিং-এর বিরুদ্ধে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোনও দিন মুখ খোলেননি । এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও রাজনাথ সিং কিছু বলেননি ।"

এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন অধীর ৷ তিনি বলেন, "খোকাবাবু (অভিষেক বন্দ্যোপাধ্যায়) একা পারছেন না । খোকাবাবুকে পিছন থেকে শক্তি যোগাতে এখন দিদিমণি (মমতা বন্দ্যোপাধ্যায়) উড়ে এসেছেন । তাতে আমাদের কোনও প্রশ্ন নেই । মুখ্যমন্ত্রী যে হারে মানুষকে মিথ্যা বলছেন, বিভ্রান্ত করার চেষ্টা করছেন এখানেই আমাদের আপত্তি ।"

অধীরের প্রশ্ন, ভাঙনে যখন মানুষ ত্রাহি ত্রাহি রব তুলেছিলেন তখন মমতা কোথায় ছিলেন ? আজ তিনি খরার সময় ভাঙনের গল্প শোনাচ্ছেন বলে কটাক্ষ করেন অধীর । তাঁর মতে, সাগরদিঘি নির্বাচনের পর থেকে মুসলিম ভোট মমতার হাতছাড়া হতে শুরু করেছে । তাই মালদা, মুর্শিদাবাদের সংখ্যালঘু মানুষদের বাগে আনতে চাইছেন তৃণমূল নেত্রী । আর সে জন্যই তিনি ওয়াকফ বোর্ডের কথা বলছেন বলে মত অধীরের ।

তাঁর অভিযোগ, "ফের এনআরসি ও নাগরিক আইনের ভয় দেখিয়ে মুসলিমদের পাশে থাকার চেষ্টা করছেন তিনি । ভোট এলে এনআরসি, নাগরিক আইন আবারে বাজারে বিক্রি হবে । তাতে ভয় পাওয়ার কিছু নেই । আমি নিজে বাংলাদেশি । সংসদে দাঁড়িয়ে অমিত শাহকে চ্যালেঞ্জ করে বলেছিলাম, ক্ষমতা থাকলে আমাকে তাড়িয়ে দেখান । বিজেপি শাসিত 18টি রাজ্যে এনআরসি, নাগরিক আইন চালু হয়নি । এগুলি হল নির্বাচনের হাতিয়ার ।"

আরও পড়ুন: মমতার থেকে মুখ ঘোরাচ্ছেন রাজ্যের মানুষ, দাবি অধীরের

Last Updated : May 5, 2023, 3:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.