কান্দি, 26 জুলাই : 499 নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অধিকার করে তাক লাগিয়ে দিয়েছে মুর্শিদাবাদের কান্দির মেয়ে রুমানা সুলতানা । একাই ওই নম্বর পেয়েছে ৷ ইতিমধ্যেই মুর্শিদাবাদ জেলায় কন্যাশ্রীর ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে তাঁকে ৷
ফলপ্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা বার্তা এসে পৌঁছেছে কৃতি রুমানার কাছে ৷ বাবা-মাও মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত ৷
রবিবার দুপুরে কান্দি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের হোটেলপাড়া এলাকায় বাড়িতে এসে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের মন্ত্রী সুব্রত সাহা কৃতি রুমানাকে সম্বর্ধনা জানান ।
আরও পড়ুন : HS First : রুমানা মুর্শিদাবাদে কন্যাশ্রীর অ্যাম্বাসেডর, সংবর্ধনায় ঘোষণা জেলাশাসকের
মন্ত্রীর হাত থেকে সম্বর্ধনা পেয়ে এদিন রুমানা বলেন, "সবাইকে পাশে পেয়ে ভীষণ ভাল লাগছে ৷ আমার সঙ্গে, আমার পাশে থেকে জেলা ও রাজ্য এগিয়ে চলুক এটাই চাই ৷"
রুমানাকে সম্বর্ধিত করতে এসে মন্ত্রী সুব্রত সাহা জানান, রুমানা সুলতানা শুধু মুর্শিদাবাদের গর্ব নয়, বর্তমানে সারা রাজ্যের গর্ব সে । পশ্চিমবঙ্গ সরকার সব সময় তার পাশে থাকবে । ভবিষ্যতেও এরকমভাবেই এগিয়ে যাক ও ৷ আমাদের শুভেচ্ছা রইল ৷