ETV Bharat / state

বহরমপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

author img

By

Published : Mar 18, 2020, 11:05 AM IST

গতকাল রাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন চিরঞ্জিৎ ৷ পথে খাগড়ার কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ স্থানীয় ও তাঁর বাকি সঙ্গীদের সহায়তায় তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

Man shot dead in baharampur, Murshidabad
পৌর নির্বাচনের আগে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

বহরমপুর, 18 মার্চ : বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নাম চিরঞ্জিৎ চক্রবর্তী (32 ) ৷ গতকাল গভীর রাতে বহরমপুরে খাগড়া এলাকার ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে ৷

গতরাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন চিরঞ্জিৎ ৷ পথে খাগড়ার কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ স্থানীয় ও তাঁর বাকি সঙ্গীদের সহায়তায় তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, "রাজনৈতিক কারণে বিপক্ষ দলের চক্রান্তে চিরঞ্জিৎ খুন হয়েছেন ৷" পৌর নির্বাচনের মুখে তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনার ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷

বহরমপুর, 18 মার্চ : বাড়ি ফেরার পথে এক তৃণমূল কর্মীকে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। নাম চিরঞ্জিৎ চক্রবর্তী (32 ) ৷ গতকাল গভীর রাতে বহরমপুরে খাগড়া এলাকার ঘটনা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে ৷

গতরাতে বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বাইকে করে নিজের বাড়ি ফিরছিলেন চিরঞ্জিৎ ৷ পথে খাগড়ার কাছে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ স্থানীয় ও তাঁর বাকি সঙ্গীদের সহায়তায় তাঁকে তৎক্ষণাৎ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বহরমপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, "রাজনৈতিক কারণে বিপক্ষ দলের চক্রান্তে চিরঞ্জিৎ খুন হয়েছেন ৷" পৌর নির্বাচনের মুখে তৃণমূলের সক্রিয় কর্মী খুনের ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনার ছড়িয়েছে জেলার রাজনৈতিক মহলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.