খড়গ্রাম, 25 নভেম্বর : শওহর -বিবির মধ্যে বিবাদ ৷ বিবাদের জেরে ধারাল অস্ত্র দিয়ে নিজের বিবির গলা কেটে খুন করার অভিযোগ ব্যক্তির বিরুদ্ধে ৷ মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম থানার মাড়গ্রামে ।
মৃতার নাম আজিজা বিবি (30) ৷ আজিজা বিবির পরিবারের সদস্যরা জানিয়েছেন, তেরো বছর আগে নবগ্রাম থানার মহরুন গ্রামের বাসিন্দা আমবুর শেখের সঙ্গে নিকাহ হয় আজিজার । কিন্তু বিয়ের কয়েকমাস পর থেকেই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি শুরু হয় ৷ অশান্তির জেরে বিগত চার বছর ধরে নিজের আব্বার বাড়িতেই থাকতেন আজিজা ৷ মঙ্গলবার সকালে স্বামী আমবুর ধারাল অস্ত্র নিয়ে আজিজার আব্বার বাড়িতে যায় ৷ আজিজাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন করে ৷ কিন্তু আজিজা যেতে অস্বীকার করেন ৷ খড়গ্রাম থানায় জানানো হলে, মঙ্গলবার সকালে আমবুরকে আটক করে নিয়ে যায় পুলিশ । মঙ্গলবার সন্ধ্যায় ছেড়েও দেয় ৷ মঙ্গলবার রাতে পুনরায় আজিজার আব্বার বাড়িতে ঢোকে আমবুর ৷ ঘুমন্ত অবস্থায় তাঁর গলা কেটে খুন করে বলে অভিযোগ করে আজিজার পরিবার ।
গুরুতর জখম অবস্থায় কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে আজিজাকে মৃত বলে ঘোষণা করা হয় । ঘটনার পর পলাতক অভিযুক্ত আমবুর শেখ । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা মর্গে পাঠায় ।