জঙ্গিপুর, 23 সেপ্টেম্বর : পূর্ব ঘোষণামতো কংগ্রেসের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ফরাক্কার পাঁচবারের বিধায়ক মইনুল হক ওরফে মানু ৷
বৃহস্পতিবার জঙ্গিপুরের এমডিআই মাঠে তৃণমূলের নির্বাচনী জনসভার মঞ্চ থেকে ঘাসফুলের পতাকা তুলে নেন মানু। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হাত ধরেই এদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দলে যোগ দিলেন তিনি ৷ মইনুল হকের তৃণমূলে যোগদানের ফলে নিজের গড়ে আরও শক্তি ক্ষয় হল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে ছিলেন মইনুল। তাঁর শিবির বদলের জল্পনাও চলছিল। অবশেষে গত মঙ্গলবার তিনি জানিয়ে দেন, কংগ্রেস ছাড়ছেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধিকে দলছাড়ার সিদ্ধান্ত জানিয়ে চিঠিও দেন ৷ রাজনৈতিকভাবে টিকে থাকতেই দলবদলের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। অধীর চৌধুরীকেও ফোনে তিনি জানিয়েছিলেন, নানা কারনে তাঁকে দলবদল করতে হচ্ছে।
আরও পড়ুন : Tripura : ত্রিপুরায় বিপ্লব দেব ভয়ে কাঁপছে, কটাক্ষ অভিষেকের
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বাদে মুর্শিদাবাদের বাকি 20টি আসনের ভোট হয়েছিল ৷ তার মধ্যে 18টিতেই জিতেছে তৃণমূল। জঙ্গিপুর ও সামশেরগঞ্জেও নির্বাচন আসন্ন ৷ এই দুই আসনের নির্বাচনেও তাঁদের জয় নিশ্চিত বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
তবে তৃণমূলে এলেও এখনই কোনও পদ দেওয়া হয়নি মইনুল হককে। আগামী দিনে তাঁকে জেলার সাংগঠনিক কাজে তৃণমূল ব্যবহার করবে বলেই রাজনৈতিক মহলের ধারনা।