ETV Bharat / state

জিয়াগঞ্জে খুনের ঘটনায় আটক মূল অভিযুক্ত, জেরায় মিলল একাধিক সূত্র

জিয়াগঞ্জে তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ ৷ ঘটনার তদন্তে নেমে এর আগে 10 অক্টোবর দু'জনকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ।

জিয়াগঞ্জ
author img

By

Published : Oct 12, 2019, 5:51 PM IST

Updated : Oct 12, 2019, 6:17 PM IST

বহরমপুর, 12 অক্টোবর : জিয়াগঞ্জে তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে ৷ তাকে জেরা করে কিছু সূত্র হাতে এসেছে পুলিশের ৷ ঘটনার তদন্তে নেমে এর আগে 10 অক্টোবর দু'জনকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

গতকাল বিকেলে লালবাগের SDPO বরুণ বৈদ্যের নেতৃত্বে সিউড়ির একটি হোটেল থেকে আটক করা হয় এই ঘটনায় মূল অভিযুক্ত শৌভিককে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক ওরফে দীপের সঙ্গে নিহত বিউটি পালের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল । পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শৌভিককে । শৌভিককে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনেকটাই স্পষ্ট হয়েছে । তবে, লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে খুনের তদন্তে CID, আজ ঘটনাস্থানে গেল দল

উল্লেখ্য, জেলা পুলিশের পাশাপাশি জিয়াগঞ্জের সপরিবারে শিক্ষক খুনের ঘটনার তদন্তে নেমেছে CID । CID-র বিশেষ তদন্তকারী দল আজ ঘটনাস্থানে গেছে । ভবানীভবন সূত্রে এই খবর পাওয়া গেছে । CID-র তদন্তকারীরা আটক দু'জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর । পাশাপাশি যে ব্যক্তিরা খুনের পর আততায়ীদের বাড়ির পিছন দিয়ে পালাতে দেখেছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলতে পারে তদন্তকারী দল । উল্লেখ্য, গতরাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্তে CID-র সহযোগিতা চায় । তার আগেই নিহতদের পরিবারের তরফে CID তদন্তের দাবি উঠেছিল । পুলিশের আশা দ্রুত ঘটনার কিনারা হবে ।

বহরমপুর, 12 অক্টোবর : জিয়াগঞ্জে তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত শৌভিক বণিককে আটক করেছে পুলিশ ৷ পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে ৷ তাকে জেরা করে কিছু সূত্র হাতে এসেছে পুলিশের ৷ ঘটনার তদন্তে নেমে এর আগে 10 অক্টোবর দু'জনকে আটক করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

গতকাল বিকেলে লালবাগের SDPO বরুণ বৈদ্যের নেতৃত্বে সিউড়ির একটি হোটেল থেকে আটক করা হয় এই ঘটনায় মূল অভিযুক্ত শৌভিককে । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, শৌভিক ওরফে দীপের সঙ্গে নিহত বিউটি পালের বিয়ের আগে থেকে সম্পর্ক ছিল । পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে শৌভিককে । শৌভিককে জিজ্ঞাসাবাদ করে খুনের কারণ অনেকটাই স্পষ্ট হয়েছে । তবে, লালবাগ মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার এ নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি ।

এই সংক্রান্ত আরও খবর : জিয়াগঞ্জে খুনের তদন্তে CID, আজ ঘটনাস্থানে গেল দল

উল্লেখ্য, জেলা পুলিশের পাশাপাশি জিয়াগঞ্জের সপরিবারে শিক্ষক খুনের ঘটনার তদন্তে নেমেছে CID । CID-র বিশেষ তদন্তকারী দল আজ ঘটনাস্থানে গেছে । ভবানীভবন সূত্রে এই খবর পাওয়া গেছে । CID-র তদন্তকারীরা আটক দু'জনকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে সূত্রের খবর । পাশাপাশি যে ব্যক্তিরা খুনের পর আততায়ীদের বাড়ির পিছন দিয়ে পালাতে দেখেছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলতে পারে তদন্তকারী দল । উল্লেখ্য, গতরাতে মুর্শিদাবাদ জেলা পুলিশ তদন্তে CID-র সহযোগিতা চায় । তার আগেই নিহতদের পরিবারের তরফে CID তদন্তের দাবি উঠেছিল । পুলিশের আশা দ্রুত ঘটনার কিনারা হবে ।

Intro:জিয়াগঞ্জে শিক্ষক খুনে আটক সৌভিক বণিক। তদন্তভার নিল সিআইডি। Body:বহরমপুর - শুক্রবার বিকেলেই জিয়াগঞ্জে শিক্ষক খুনে তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছিল জেলা পুলিশ। ওই দিন গভীর রাতে সিউড়ির এল হোটেল থেকে মূল চক্রী সৌভিক বণিককে আটক করে জাল আরও গুটিয়ে নিয়েছিল। লালিবাগের এসডিপিও বরুণ বৈদ্যের নেতৃত্বে তাকে আটক করা হয়েছে বলেই পুলিশ,সূত্রে জানা গিয়েছে। সৌভিক বণককে গোপ্ন আস্তানায় রেখে জিজ্ঞাসাবাদ চলছে বলেই জানা গিয়েছে।
এদিকে এদিন জিয়াগঞ্জে তদন্তে আসে সি আইডির তদন্তকারী দল। ইন্দ্র চক্রবর্তীর নেয়ৃত্বে পাঁচ সদস্যের সিআইডি দল জিয়াগঞ্জে খুনের ঘটনাস্থল, বাড়ির আশপাশের জঙ্গল খতিয়ে দেখে। বাড়ির ছাদ, চিলেকোঠাও তন্নতন্ন করে খতিয়ে দেখে তদন্তকারী দলের সদস্যরা। মনে করা হচ্ছে, জেলা পুলিশ খুনের ঘটনায় দিশাহারা হওয়ার ফলেই সিআইডি তদন্তভার হাতে নিয়েছে। যদিও সি আইডি আধিকারিকরা এই বিষয়ে বিশেষ কিছু জানাতে চায়নি। পাশাপাশি জেলা পুলিশের দাবি, শুক্রবার রাতে সৌভিক বণিক হাতে লাগার পরই খুনের মোটিভ ও খুনিরা সামনে চলে এসেছে। এদিন সি আইডি টিমের সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ,সুপার(লালবাগ) তন্ময় সরকার। যদিও খুনের বিষয়ে বা সৌভিক বণিক আটক নিয়ে পুলিশ কোন বিবৃতি দেয়নি।Conclusion:সৌভিককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
Last Updated : Oct 12, 2019, 6:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.