ETV Bharat / state

বহরমপুরের একাধিক জায়গায় বিক্ষোভ, পুড়ল শি চিনপিংয়ের কুশপুতুল

author img

By

Published : Jun 18, 2020, 10:09 PM IST

আজ বহরমপুরের কল্পনা মোড় এলাকায় শি চিনপিংয়ের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় জেলা BJP ।

চিনপিংয়ের কুশপুতুল
চিনপিংয়ের কুশপুতুল

বহরমপুর, 18 জুন : লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে চিন-ভারত সেনার মধ্যে। দুই দেশের সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান। সেই ঘটনার প্রতিবাদে আজ বহরমপুরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান স্থানীয়রা । জেলা BJP ও অমরনাথ যাত্রা কমিটির তরফে পোড়ানো হয় চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কুশপুতুল ।

লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের নানা জেলায় বিক্ষোভ দেখান মানুষজন । আজ বহরমপুরে শি চিনপিংয়ের কুশপুতুল পুড়িয়ে জেলা BJP ও অমরনাথ যাত্রা কমিটির তরফে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা । বহরমপুরের কল্পনা মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করে বহরমপুর দক্ষিণ পৌর মণ্ডল কমিটি । পাশাপাশি চিনের দ্রব্য বর্জনের দাবিও তোলেন BJP নেতা-কর্মীরা । অন্যদিকে, অমরনাথ যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও বহরমপুরের ভাকুড়ি মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে কুশপুতুল পোড়ানো হয় । নানা পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান স্থানীয়রা ।

মিছিলে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা বলেন, "পূর্ব লাদাখের গালওয়ানে আমাদের জওয়ানদের অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে । ভারতীয় জওয়ানদের উপর আক্রমণ করেছে চিন । এই ঘটনার তীব্র নিন্দা করছি । মানুষজন যাতে চিনের তৈরি দ্রব্য বর্জন করে, তার আহ্বান জানাচ্ছি ।"

বহরমপুর, 18 জুন : লাদাখ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে চিন-ভারত সেনার মধ্যে। দুই দেশের সেনার সংঘর্ষে শহিদ হয়েছেন 20 জন ভারতীয় জওয়ান। সেই ঘটনার প্রতিবাদে আজ বহরমপুরের একাধিক জায়গায় বিক্ষোভ দেখান স্থানীয়রা । জেলা BJP ও অমরনাথ যাত্রা কমিটির তরফে পোড়ানো হয় চিনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কুশপুতুল ।

লাদাখ সীমান্তে ভারতীয় জওয়ানদের শহিদ হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্যের নানা জেলায় বিক্ষোভ দেখান মানুষজন । আজ বহরমপুরে শি চিনপিংয়ের কুশপুতুল পুড়িয়ে জেলা BJP ও অমরনাথ যাত্রা কমিটির তরফে বিক্ষোভ দেখান নেতা-কর্মীরা । বহরমপুরের কল্পনা মোড় এলাকায় অবস্থান বিক্ষোভ করে বহরমপুর দক্ষিণ পৌর মণ্ডল কমিটি । পাশাপাশি চিনের দ্রব্য বর্জনের দাবিও তোলেন BJP নেতা-কর্মীরা । অন্যদিকে, অমরনাথ যাত্রা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও বহরমপুরের ভাকুড়ি মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে কুশপুতুল পোড়ানো হয় । নানা পোস্টার প্ল্যাকার্ড নিয়ে মিছিলে পা মেলান স্থানীয়রা ।

মিছিলে উপস্থিত স্থানীয় এক বাসিন্দা বলেন, "পূর্ব লাদাখের গালওয়ানে আমাদের জওয়ানদের অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে । ভারতীয় জওয়ানদের উপর আক্রমণ করেছে চিন । এই ঘটনার তীব্র নিন্দা করছি । মানুষজন যাতে চিনের তৈরি দ্রব্য বর্জন করে, তার আহ্বান জানাচ্ছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.