ETV Bharat / state

TMC MLA Arrest: 'ব্রেন খারাপ হয়ে গিয়েছিল !' জীবনকৃষ্ণ সম্পর্কে কেন একথা বললেন স্থানীয় তৃণমূল নেতা ?

author img

By

Published : Apr 17, 2023, 7:06 PM IST

কেন নিজের দু'টি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেছিলেন জীবনকৃষ্ণ সাহা ? এই প্রশ্নের উত্তরে কী জবাব দিলেন স্থানীয় তৃণমূল নেতা ?

Local TMC Leader helped to find two Mobile Phones of Jiban Krishna Saha during CBI Raid
জীবনকৃষ্ণ সাাহার বাড়িতে গিয়েছিলেন সাধন প্রামাণিক
সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল নেতা সাধন প্রামাণিক

বড়ঞা (মুর্শিদাবাদ), 17 এপ্রিল: "ব্রেন খারাপ হয়ে গিয়েছিল ! তাই ছাদ থেকে পুকুরে জোড়া মোবাইল ছুড়ে ফেলেছিলেন !" মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি সাধন প্রামাণিক ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, সিবিআইয়ের ডাকেই বিধায়কের বাড়িতে আসেন তিনি ৷ পুকুর থেকে জোড়া মোবাইল উদ্ধার করতে শ্রমিক নিয়োগ করেন ৷ তারই মধ্যে তাঁকে দেখে জীবনকৃষ্ণ না কি বলেছিলেন, "যেভাবে সম্ভব হয়, মোবাইল দু'টো খুঁজে দাও ৷"

গত শুক্রবার দুপুরে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন সিবিআইয়ের প্রতিনিধিরা ৷ নিয়োগ দুর্নীতি নিয়ে বিধায়ককে টানা জিজ্ঞাসাবাদ করা হয় ৷ অবশেষে সোমবার ভোরে তাঁকে গ্রেফতার করার খবর প্রকাশ্যে আসে ৷ তার মাঝে দীর্ঘ সময় ধরে চলে নাটক ! শোনা গিয়েছিল, সিবিআই অভিযান চলাকালীনই নিজের দু'টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ ৷ সেই মোবাইল দু'টি খুঁজে পেতে অনেক কসরত করতে হয় ৷ আর সেই কাজে সাধনের সাহায্য নেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

সাধন জানান, সিবিআইয়ের পক্ষ থেকে কেউ তাঁকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন ৷ জীবনকৃষ্ণের বাড়িতে সাধন পৌঁছনোর পর তাঁকে সিবিআই আধিকারিকরা বলেন, "পুকুর থেকে মোবাইল খুঁজে বের করতে হবে ৷ আপনার পঞ্চায়েত এলাকায় এসেছি ৷ আপনি আমাদের সাহায্য করুন ৷" সাধনকে 'উঁচুতলার নির্দেশ'ও দেখান গোয়েন্দারা ৷ তবে, সেই নির্দেশনামা তাঁর হাতে দেওয়া হয়নি ৷ সাধন জানিয়েছেন, সিবিআই আধিকারিকদের নির্দেশ মতো নিজেই ফোনে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ সেই শ্রমিকরা পুকুরের জল ছেঁচার কাজ শুরু করেন ৷ দু'টি মোবাইল উদ্ধার না হওয়া পর্যন্ত তাঁরা ছুটি পাননি ৷

আরও পড়ুন: কেষ্টর কাছেই দুর্নীতিতে হাতেখড়ি জীবনকৃষ্ণের ! দাবি অধীরের

কিন্তু, প্রশ্ন হল, জীবনকৃষ্ণ হঠাৎ মোবাইলগুলি পুকুরে ফেললেন কেন ? এই প্রশ্নের উত্তরে সাধন দাবি করেন, বিধায়কের 'ব্রেন খারাপ হয়ে গিয়েছিল' ! এমন উত্তর শুনে সাংবাদিক পালটা প্রশ্ন করেন, পেশায় শিক্ষক একজন মানুষের হঠাৎ করে ব্রেন খারাপ হয়ে গেল ! না কি সিবিআইকে দেখে এমনটা হল ? এই প্রশ্নের কোনও জবাব দিতে চাননি সাধন ৷ জানিয়েছেন, তদন্তকারীদের সহযোগিতা করা তাঁর কর্তব্য ৷ তিনি সেটাই করেছেন ৷

সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল নেতা সাধন প্রামাণিক

বড়ঞা (মুর্শিদাবাদ), 17 এপ্রিল: "ব্রেন খারাপ হয়ে গিয়েছিল ! তাই ছাদ থেকে পুকুরে জোড়া মোবাইল ছুড়ে ফেলেছিলেন !" মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে এই মন্তব্য করেছেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় অঞ্চল সভাপতি সাধন প্রামাণিক ৷ সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি জানান, সিবিআইয়ের ডাকেই বিধায়কের বাড়িতে আসেন তিনি ৷ পুকুর থেকে জোড়া মোবাইল উদ্ধার করতে শ্রমিক নিয়োগ করেন ৷ তারই মধ্যে তাঁকে দেখে জীবনকৃষ্ণ না কি বলেছিলেন, "যেভাবে সম্ভব হয়, মোবাইল দু'টো খুঁজে দাও ৷"

গত শুক্রবার দুপুরে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন সিবিআইয়ের প্রতিনিধিরা ৷ নিয়োগ দুর্নীতি নিয়ে বিধায়ককে টানা জিজ্ঞাসাবাদ করা হয় ৷ অবশেষে সোমবার ভোরে তাঁকে গ্রেফতার করার খবর প্রকাশ্যে আসে ৷ তার মাঝে দীর্ঘ সময় ধরে চলে নাটক ! শোনা গিয়েছিল, সিবিআই অভিযান চলাকালীনই নিজের দু'টি মোবাইল পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ ৷ সেই মোবাইল দু'টি খুঁজে পেতে অনেক কসরত করতে হয় ৷ আর সেই কাজে সাধনের সাহায্য নেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷

সাধন জানান, সিবিআইয়ের পক্ষ থেকে কেউ তাঁকে ফোন করে ডেকে পাঠিয়েছিলেন ৷ জীবনকৃষ্ণের বাড়িতে সাধন পৌঁছনোর পর তাঁকে সিবিআই আধিকারিকরা বলেন, "পুকুর থেকে মোবাইল খুঁজে বের করতে হবে ৷ আপনার পঞ্চায়েত এলাকায় এসেছি ৷ আপনি আমাদের সাহায্য করুন ৷" সাধনকে 'উঁচুতলার নির্দেশ'ও দেখান গোয়েন্দারা ৷ তবে, সেই নির্দেশনামা তাঁর হাতে দেওয়া হয়নি ৷ সাধন জানিয়েছেন, সিবিআই আধিকারিকদের নির্দেশ মতো নিজেই ফোনে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ সেই শ্রমিকরা পুকুরের জল ছেঁচার কাজ শুরু করেন ৷ দু'টি মোবাইল উদ্ধার না হওয়া পর্যন্ত তাঁরা ছুটি পাননি ৷

আরও পড়ুন: কেষ্টর কাছেই দুর্নীতিতে হাতেখড়ি জীবনকৃষ্ণের ! দাবি অধীরের

কিন্তু, প্রশ্ন হল, জীবনকৃষ্ণ হঠাৎ মোবাইলগুলি পুকুরে ফেললেন কেন ? এই প্রশ্নের উত্তরে সাধন দাবি করেন, বিধায়কের 'ব্রেন খারাপ হয়ে গিয়েছিল' ! এমন উত্তর শুনে সাংবাদিক পালটা প্রশ্ন করেন, পেশায় শিক্ষক একজন মানুষের হঠাৎ করে ব্রেন খারাপ হয়ে গেল ! না কি সিবিআইকে দেখে এমনটা হল ? এই প্রশ্নের কোনও জবাব দিতে চাননি সাধন ৷ জানিয়েছেন, তদন্তকারীদের সহযোগিতা করা তাঁর কর্তব্য ৷ তিনি সেটাই করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.