সালার, 2 মে : এক রেশন ডিলারের বাড়ির সরঞ্জামে আগুন লাগিয়ে বিক্ষোভ দেখাল উত্তেজিত জনতা । মুর্শিদাবাদের সালার থানার অন্তর্গত শিমূলিয়া গ্রাম পঞ্চায়েতের পুনশ্রী গ্রামের ঘটনা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
পুনশ্রী গ্রামের রেশন ডিলার হালিম শেখের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়া ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠে । ঘটনার প্রতিবাদে আজ সকালে এলাকার বাসিন্দারা ওই ডিলারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায় । বাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় । এরপর বাড়ির ভিতরে ঢুকে জিনিসপত্র বের করে তাতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা ।
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছান সালার থানার OC ইন্দ্রনীল মহান্ত । OC-কে ঘেরাও করেও বিক্ষোভ দেখায় স্থানীয়রা । পরে কান্দি মহকুমার পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।