ফরাক্কা, 25 জানুয়ারি : রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস ৷ এবার এই দিনেই কি বাংলায় নাশকতার ছক কষছে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গি সংগঠন ? অন্তত এমনই সূত্র মারফত খবর পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে রেলমন্ত্রককে ৷ রাজ্যের বিভিন্ন রেল স্টেশনে চলছে নজরদারি, চেকিং ৷ নিউ ফরাক্কা সহ মালদা ডিভিশনের মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর স্টেশনে মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা ৷ গতকাল সকাল থেকেই পুলিশ কুকুর নিয়ে একাধিক স্টেশনে চলছে তল্লাশি অভিযান ৷ খতিয়ে দেখা হচ্ছে যাত্রীদের পরিচয় পত্র ৷ জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা ৷
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, মুর্শিদাবাদ ও মালদায় গঠিত স্লিপার সেল দিয়ে নাশকতা চালানোর ছক কষেছে জেএমবি সহ আল কায়দা জঙ্গি গোষ্ঠী । দেশজুড়ে সাধারণতন্ত্র দিবস পালিত হওয়ার মুখেই বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এই দুই জেলায় অতি সক্রিয় হয়ে উঠেছে এই দুই জঙ্গি সংগঠন। প্রসঙ্গত, আল কায়দা জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের রানিনগর, ডোমকল ও জলঙ্গি থেকে সম্প্রতি 11 জনকে গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । পাশাপাশি বুদ্ধগয়া বিস্ফোরণ কাণ্ডে জড়িত জেএমবি জঙ্গি সন্দেহে ছয়জনকে সুতি ও সামশেরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে এনআইএ ।
আরও পড়ুন :রামপুরহাটে জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেপ্তার
নিউ ফরাক্কা, মালদা টাউন, সাহেবগঞ্জ, ভাগলপুর স্টেশনের পাশাপাশি কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, আসানসোল, শিলিগুড়ি, হাওড়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে জঙ্গি নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দিল্লি। এই প্রেক্ষিতেই জারি করা হয়েছে চূড়ান্ত সতর্কতা ৷ আরপিএফ ও জিআরপি জওয়ানদের যৌথ উদ্যোগে বিভিন্ন স্টেশনে চলছে নজরদারি ৷