ETV Bharat / state

জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ? আটক দুই

জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়েই কি খুন করা হয়েছে ? দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ ।

জিয়াগঞ্জে সুপারি কিলার দিয়ে খুন ?
author img

By

Published : Oct 11, 2019, 8:19 PM IST

Updated : Oct 11, 2019, 8:46 PM IST

বহরমপুর, 11 অক্টোবর : জিয়াগঞ্জের খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ ঘটনায় উঠে এসেছে বীরভূমের ব্যবসায়ী শৌভিক বণিক নামে এক ব্যক্তির নামও ৷ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও মোটা টাকার লেনদেনের কারণে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান, শৌভিক বণিক ওরফে দীপ নামে ওই ব্যক্তির সঙ্গে মৃত বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ৷

জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় বিতর্ক তৈরি হয় ৷ দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তারপরই RSS দাবি করে, বন্ধুপ্রকাশ পাল RSS-এর সদস্য ছিলেন । এটি রাজনৈতিক হত্যা কি না, সে বিষয়টিও উঠে আসে এই প্রসঙ্গে ৷ শনিবার কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে এই ইশুতে রাজ্য BJP প্রতিবাদ জানাবে ৷

আজ বিকেলে রামপুরহাট নয় নম্বর ওয়ার্ডের শৌভিক বণিকের বাড়িতে আসে লালবাগ মহকুমার পুলিশ অধিকারিক বরুণ বৈদ্যের নেতৃত্বে তদন্তকারী পুলিশের দল । তবে শৌভিক বণিককে বাড়িতে পাওয়া যায়নি । পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি ।

শৌভিক রামপুরহাটে প্রতিবারের মতো পুজোয় আসেনি বলেই জানান স্থানীয় বাসিন্দারা ৷ নেটওয়ার্কের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি ৷ তবে গত 6 মাস তিনি বাড়ি আসেননি বলেই দাবি করেন শৌভিকের দাদা সৌরভ ৷

বহরমপুর, 11 অক্টোবর : জিয়াগঞ্জের খুনের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করল পুলিশ ৷ ঘটনায় উঠে এসেছে বীরভূমের ব্যবসায়ী শৌভিক বণিক নামে এক ব্যক্তির নামও ৷ পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গিয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও মোটা টাকার লেনদেনের কারণে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে । প্রাথমিক তদন্তে অনুমান, শৌভিক বণিক ওরফে দীপ নামে ওই ব্যক্তির সঙ্গে মৃত বিউটি পালের বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিল ৷

জিয়াগঞ্জে একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় বিতর্ক তৈরি হয় ৷ দশমীর দিন জিয়াগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশুপুত্র-সহ এক ব্যক্তিকে কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা । ঘর থেকেই উদ্ধার হয় বন্ধুপ্রকাশ পাল, তাঁর স্ত্রী বিউটি পাল ও ছেলে অঙ্গন পালের রক্তাক্ত দেহ । তারপরই RSS দাবি করে, বন্ধুপ্রকাশ পাল RSS-এর সদস্য ছিলেন । এটি রাজনৈতিক হত্যা কি না, সে বিষয়টিও উঠে আসে এই প্রসঙ্গে ৷ শনিবার কলকাতায় গান্ধি মূর্তির পাদদেশে এই ইশুতে রাজ্য BJP প্রতিবাদ জানাবে ৷

আজ বিকেলে রামপুরহাট নয় নম্বর ওয়ার্ডের শৌভিক বণিকের বাড়িতে আসে লালবাগ মহকুমার পুলিশ অধিকারিক বরুণ বৈদ্যের নেতৃত্বে তদন্তকারী পুলিশের দল । তবে শৌভিক বণিককে বাড়িতে পাওয়া যায়নি । পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ । প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি ।

শৌভিক রামপুরহাটে প্রতিবারের মতো পুজোয় আসেনি বলেই জানান স্থানীয় বাসিন্দারা ৷ নেটওয়ার্কের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি ৷ তবে গত 6 মাস তিনি বাড়ি আসেননি বলেই দাবি করেন শৌভিকের দাদা সৌরভ ৷

Intro:Body:রামপুরহাট, 11 অক্টোবর : মুর্শিদাবাদের জিয়াগঞ্জের লেবুবাগানে একই পরিবারের তিনজনের খুনের ঘটনায় তদন্তে বীরভূমের রামপুরহাটে এলো মুর্শিদাবাদ জেলা পুলিশের একটি দল । আজ বিকেলে রামপুরহাট নয় নম্বর ওয়ার্ডের শৌভিক বণিক নামে এক ব্যক্তির বাড়িতে আসে লালবাগ মহকুমা পুলিশ অধিকারিক বরুণ বৈদ্যের নেতৃত্বে তদন্তকারী পুলিশের দল । তবে শৌভিক বণিককে বাড়িতে পাওয়া যায়নি । তার পরিবারের
লোকজনদের জিজ্ঞাসাবাদ করেন তারা । প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি ।

দূর্গাপূজার দশমীর দিন খুন হয় মুর্শিদাবাদের জিয়াগঞ্জের অন্তঃসত্বা স্ত্রী সন্তানসহ বন্ধু প্রকাশ পালl তারপর বিভিন্ন মহল থেকে cbi তদন্তের দাবি ওঠেl পুলিশ এখনো পর্যন্ত তেমন কোনো সাফল্য পাই নিl
আজ 3 টে নাগাদ লালবাগের sdpo এর নেতৃতের একটি তদন্ত কারী দল রামপুহাটে সৌভিক বণিক নামের এক ব্যাক্তির খোঁজে আসেl তাঁরা রামপুরহাটের 9 নং ওয়ার্ডের সৌভিক এর বাড়িতে তল্লাশি চালায়l ঘন্টা দুয়েক পর কিছু খাতাপত্র ডায়রি নিয়ে যায়l সৌভিক প্রতিবার পুজোই রামপুরহাটে আসতো বলেই জানাই স্থানীয় বাসিন্দারা, কিন্তু আবার পুজোয় তাকে দেখা যায় নিl সৌভিক নেটওয়ার্ক ব্যবসার সঙ্গে জড়িত ছিলl সৌভিক প্রায় 6 মাস বাড়ি আসেনি বলে জানাই সৌভিকের দাদা সৌরভ বণিকl মৃত বন্দুপ্রকাশ পালের স্ত্রীর বাবার বাড়ি রামপুরহাট থানার শিউরা গ্রামেl কিন্তু এই খুনের সঙ্গে সৌভিকের কি সম্পর্ক তা এখনই বলতে চাইনি তদন্তকারী অফিসার রাlConclusion:
Last Updated : Oct 11, 2019, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.