ETV Bharat / state

তৃণমূল নেতাদের সঙ্গে চা চক্র, প্রণব-পুত্র অভিজিৎকে নিয়ে তুমুল জল্পনা - প্রণব পুত্র অভিজিৎ কি তৃণমূলে ?

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর জঙ্গিপুর লোকসভা থেকে জিতে সংসদে পা রাখেন পুত্র অভিজিৎ । 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন । তারপর থেকে জঙ্গিপুরের সঙ্গে যোগাযোগ তলানিতে এসে ঠেকেছিল তাঁর । সম্প্রতি জঙ্গিপুরে যাতায়াত বেড়েছে । বেশ কয়েকদিন থেকে অভিজিৎ মুখোপাধ্যায় রঘুনাথগঞ্জের দেউলির বাসভবনে রয়েছেন ।

প্রণব পুত্র অভিজিৎ কি তৃণমূলে ?
প্রণব পুত্র অভিজিৎ কি তৃণমূলে ?
author img

By

Published : Jun 10, 2021, 9:31 PM IST

জঙ্গিপুর, 10 জুন : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? জেলা তৃণমূলের এক ঝাঁক নেতৃত্বের সঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায়ের চা চক্রর পর বিষয়টি নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে ।

মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাসে এখন একটাই প্রশ্ন ভাসছে, তবে কি প্রণব-পুত্র শিবির বদল করে তৃণমূলে যোগ দিচ্ছেন? যদিও তৃণমূল ও জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ উভয় পক্ষ থেকেই এই জল্পনা উড়িয়ে চা চক্রকে সৌজন্যে সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে । তবে শুধু রঘুনাথগঞ্জের দেউলির বাসভবনে নয়, অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিপুরের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে নওদার এক অনুষ্ঠানেও দেখা গিয়েছে ।

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর জঙ্গিপুর লোকসভা থেকে জিতে সংসদে পা রাখেন পুত্র অভিজিৎ । 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন । তারপর থেকে জঙ্গিপুরের সঙ্গে যোগাযোগ তলানিতে এসে ঠেকেছিল তাঁর । সম্প্রতি জঙ্গিপুরে যাতায়াত বেড়েছে । বেশ কয়েকদিন থেকে অভিজিৎ মুখোপাধ্যায় রঘুনাথগঞ্জের দেউলির বাসভবনে রয়েছেন । গত সোমবার সেখানে অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান । বুধবার অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ফোন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান । তাঁকে চা চক্রে আমন্ত্রণ জানান অভিজিতবাবু ।

আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা

বুধবার দেউলির বাড়িতে যান আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, দুই প্রতিমন্ত্রী আখরুজ্জানান ও সাবিনা ইয়াসমিন । এছাড়া ওই চা চক্রে হাজির ছিলেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূল নেতা মহম্মদ সোহরাব । সকলেই প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন । বুধবারের এই চা চক্র ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে । এই বিষয়ে আবু তাহের খান বলেন, ‘‘এটা নিছক সৌজন্য সাক্ষাৎ ।’’ একই সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্রও ।

জঙ্গিপুর, 10 জুন : প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় কি তৃণমূলে যোগ দিচ্ছেন ? জেলা তৃণমূলের এক ঝাঁক নেতৃত্বের সঙ্গে অভিজিৎ মুখোপাধ্যায়ের চা চক্রর পর বিষয়টি নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে ।

মুর্শিদাবাদের রাজনৈতিক বাতাসে এখন একটাই প্রশ্ন ভাসছে, তবে কি প্রণব-পুত্র শিবির বদল করে তৃণমূলে যোগ দিচ্ছেন? যদিও তৃণমূল ও জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ উভয় পক্ষ থেকেই এই জল্পনা উড়িয়ে চা চক্রকে সৌজন্যে সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে । তবে শুধু রঘুনাথগঞ্জের দেউলির বাসভবনে নয়, অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে জঙ্গিপুরের বেশ কয়েকজন তৃণমূল নেতাকে নওদার এক অনুষ্ঠানেও দেখা গিয়েছে ।

প্রণব মুখোপাধ্যায় রাষ্ট্রপতি হওয়ার পর জঙ্গিপুর লোকসভা থেকে জিতে সংসদে পা রাখেন পুত্র অভিজিৎ । 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের কাছে পরাজিত হন । তারপর থেকে জঙ্গিপুরের সঙ্গে যোগাযোগ তলানিতে এসে ঠেকেছিল তাঁর । সম্প্রতি জঙ্গিপুরে যাতায়াত বেড়েছে । বেশ কয়েকদিন থেকে অভিজিৎ মুখোপাধ্যায় রঘুনাথগঞ্জের দেউলির বাসভবনে রয়েছেন । গত সোমবার সেখানে অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান রঘুনাথগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান । বুধবার অভিজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে ফোন করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান । তাঁকে চা চক্রে আমন্ত্রণ জানান অভিজিতবাবু ।

আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা

বুধবার দেউলির বাড়িতে যান আবু তাহের খান, সাংসদ খলিলুর রহমান, দুই প্রতিমন্ত্রী আখরুজ্জানান ও সাবিনা ইয়াসমিন । এছাড়া ওই চা চক্রে হাজির ছিলেন, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস, সামশেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম, তৃণমূল নেতা মহম্মদ সোহরাব । সকলেই প্রণব মুখোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন । বুধবারের এই চা চক্র ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে । এই বিষয়ে আবু তাহের খান বলেন, ‘‘এটা নিছক সৌজন্য সাক্ষাৎ ।’’ একই সুরে সুর মিলিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতির পুত্রও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.