সুতি, 8 ফেব্রুয়ারি: ফের মুর্শিদাবাদে আয়কর হানা । এবারও আয়কর দফতরের র্যাডারে বিড়ি কারখানা । এবার অরঙ্গাবাদে পতাকা বিড়ির কারখানাতে হানা দিল আইটি দফতরের বিশাল টিম (Income Tax Raid at Pataka beedi factory) । মুর্শিদাবাদের অন্যতম প্রভাবশালী এই বিড়ি কোম্পানিতে আয়কর হানায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । আগাম কোনও আভাস ছিল না বলে জানা গিয়েছে । বুধবার সকালে আচমকা আয়কর দফতরের কনভয় ঢুকে পড়ে সুতির অরঙ্গাবাদে । সেখানে থাকা পতাকা বিড়ি কোম্পানির অফিসে হানা দেয় আয়কর দফতরের আধিকারিকরা ।
বেশ কয়েকটি গাড়িতে করে পতাকার অফিসে আসেন তাঁরা । কেন্দ্রীয় বাহিনী দিয়ে প্রথমেই অফিস ঘিরে ফেলা হয় । তারপর শুরু হয় আয়কর দফতরের তল্লাশি অভিযান । এই অভিযান চালানোর সময় ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে কারও ভিতরে যাওয়ার অনুমতি ছিল না । সূত্রের খবর, ভিতরে ঢুকেই নথিপত্র বাজেয়াপ্ত করে তল্লাশি শুরু হয় । এদিকে পতাকা অফিসে আইটি হানার খবর ছড়াতেই অফিসের সামনে উৎসাহী মানুষের ভিড় জমতে শুরু করে । যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সাধারণ মানুষকে কাছাকাছি আসার সুযোগ দেয়নি । কতক্ষন তল্লাশি অভিযান চলবে সে বিষয়ে কেউ নিশ্চিত নয় ।
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন শ্রমমন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) বিড়ি কারখানা, চাল মিল, আটা মিল ও বাড়িতে হানা দিয়ে আয়কর বহির্ভূত বিপুল অংকের টাকা বাজেয়াপ্ত করে নিয়ে যায় আইটি'র দল । জাকির হোসেনকে কলকাতায় আয়করের সদর দফতরে তলবও করা হয় । যদিও জাকির হোসেনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে । সেদিন জাকির হোসেনের পাশাপাশি সামশেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ি কারখানাতেও তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের অরঙ্গাবাদে অবস্থিত পতাকা বিড়ি কারখানাতে হানা দিল আয়কর দফতর । সকাল সকাল পতাকা অফিসে আয়কর দফতরের হানা ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ।
আরও পড়ুন: বিড়ি শ্রমিক থেকে শিল্পপতি, কেমন ছিল জাকিরের সফর ?