ETV Bharat / state

"সাহেবনগরে গুলি চালানোয় জড়িত তাহিরুদ্দিন", দাবি ধৃতের - NRC

হায়দার শেখ মূল অভিযুক্ত তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত । আজ তাকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷

one more miscreants arrested
ধৃত ব্যক্তি
author img

By

Published : Feb 6, 2020, 7:38 PM IST

Updated : Feb 6, 2020, 10:44 PM IST

বহরমপুর, 6 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে NRC বিরোধী নাগরিক মঞ্চের জমায়েতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত ৷ নাম হায়দার শেখ ৷ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় ৷

হায়দার শেখ মূল অভিযুক্ত তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত । আজ তাকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷ সাহেবনগরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে । তবে তাহিরুদ্দিন মণ্ডল এবং মিলটন শেখ এখনও অধরা ।

সাহেবনগরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও একজন

জানুয়ারির 29 তারিখ ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে রাস্তা অবরোধ করছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷ অভিযোগ, সেই অবরোধ কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল নেতা তাহিরুদ্দিন মণ্ডল ও তার দলবল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালায় অবরোধকারীদের উপর ৷ গুলিবিদ্ধ হয় কয়েকজন ৷ জখমদের ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা আনারুল বিশ্বাস (62) ও মকবুল শেখ (23)-কে মৃত ঘোষণা করেন ৷ যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয় ৷

মূল দুই অভিযুক্ত তাহিরুদ্দিন মণ্ডল ও মিলটন শেখ এখনও অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । আজ আদালতে যাওয়ার পথে হায়দার শেখ দাবি করে, সেদিনের ঘটনায় তাহিরুদ্দিন জড়িত ছিল । নেতারা খুন করেছে ।

বহরমপুর, 6 ফেব্রুয়ারি : মুর্শিদাবাদের জলঙ্গি থানার সাহেবনগরে NRC বিরোধী নাগরিক মঞ্চের জমায়েতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত ৷ নাম হায়দার শেখ ৷ বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয় ৷

হায়দার শেখ মূল অভিযুক্ত তথা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাহিরুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত । আজ তাকে বহরমপুর আদালতে তোলা হয় ৷ বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন ৷ সাহেবনগরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে । তবে তাহিরুদ্দিন মণ্ডল এবং মিলটন শেখ এখনও অধরা ।

সাহেবনগরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও একজন

জানুয়ারির 29 তারিখ ভারতীয় নাগরিক মঞ্চের ব্যানারে সাহেবনগরে রাস্তা অবরোধ করছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷ অভিযোগ, সেই অবরোধ কর্মসূচিতে হামলা চালায় তৃণমূল নেতা তাহিরুদ্দিন মণ্ডল ও তার দলবল ৷ তারা এলোপাথাড়ি গুলি চালায় অবরোধকারীদের উপর ৷ গুলিবিদ্ধ হয় কয়েকজন ৷ জখমদের ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা আনারুল বিশ্বাস (62) ও মকবুল শেখ (23)-কে মৃত ঘোষণা করেন ৷ যদিও তৃণমূলের তরফে হামলার অভিযোগ অস্বীকার করা হয় ৷

মূল দুই অভিযুক্ত তাহিরুদ্দিন মণ্ডল ও মিলটন শেখ এখনও অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে । আজ আদালতে যাওয়ার পথে হায়দার শেখ দাবি করে, সেদিনের ঘটনায় তাহিরুদ্দিন জড়িত ছিল । নেতারা খুন করেছে ।

Intro:সাহেবনগরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার আরও এক। Body:বহরমপুর - সাহেবনগরে গুলি চালানোর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার রাতে হায়দার শেখ নামে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। হায়দার শেখ মূল অভিযুক্ত তথা বল্ক তৃণমূল কংগ্রেস সভাপতি তহিরুদ্দিন মণ্ডলের ঘনিষ্ঠ বলেই পরিচিত। এদিন তাকে বহরমপুর আদালতে হাজির করে তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সাহেবনগরের ঘটনায় ইতিমধ্যে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। তবে তাহিরুদ্দিন মণ্ডল ও মিল্টন শেখ এখনও অধরা।
এনআরসি বিরোধী নাগরিক মঞ্চের জমায়েতে গুলি চালানোর ঘটনায় এখনও অশান্ত জলঙ্গির সাহেবনগর। সেদিন দুস্কৃতীদের গুলিতে দুজনের মৃত্যু হয়। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তাহিরুদ্দিনের নির্দেশেই গুলি চালানো হয়েছিল বলে বারবার অভিযোগ উঠেছে। কিন্তু মূল দুই অভিযুক্ত তাহিরুদ্দিন মণ্ডল ও মিল্টন শেখ এখনও অধরা থাকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন আদালতে যাওয়ার পথে হায়দার শেখও জানান, সেদিনের ঘটনায় তাদিরুদ্দিন জড়ির ছিল। নেতারাই খুন করেছে। প্রসঙ্গত, তাহিরুদ্দিনকে গ্রেপ্তারের দাবি নাগরিক মঞ্চের সদস্যরা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।Conclusion:মূল অভিযুক্ত অধরা থাকায় চাঞ্চল্য
Last Updated : Feb 6, 2020, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.