ETV Bharat / state

হরিহরপাড়ায় মজুত করা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ

মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বিস্ফোরণে উড়ে গেল একটি বাড়ির একাংশ ৷ ওই বাড়িটিতে প্রচুর পরিমাণে বিস্ফোরক মজুত করে রাখা ছিল বলে জানা গিয়েছে ৷ সোমবার বিকেলে ওই বিস্ফোরণের পর থেকে বাড়ির সদস্যরা পলাতক ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

in a bomb blast part of a house destroyed in hariharpara murshidabad
হরিহরপাড়ায় মজুত করা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির একাংশ
author img

By

Published : Jun 8, 2021, 12:44 PM IST

হরিহরপাড়া, 8 জুন : বাড়িতে রাখা বোমা ফেটে উড়ে গেল বাড়ির একাংশ ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়ার নসিপুর মাঠপাড়ার একটি বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা হয়েছিল ৷ সেই বোমা ফেটেই বাড়িটির একাংশ উড়ে গিয়েছে ৷ সোমবার বিকেলের ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে ৷

সোমবার বিকেলের ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার নসিপুর মাঠপাড়া এলাকায় । স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতা থেকে মনে করা হচ্ছে সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ । কেন বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির সদস্যরা ৷ ঘটনায় কেউ জখম হয়নি বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন : সবংয়ে তৃণমূল নেতার পোলট্রি ফার্মে বোমা বিস্ফোরণ

যে বাড়িটিতে এই বিস্ফোরণ হয়েছে, তার মালিক মইনুল শেখ ৷ ওই বাড়িটি একাংশ বিস্ফোরণে উড়ে গিয়েছে । প্রতিবেশীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে তাঁরা মনে করেছিলেন গ্যাস সিলিন্ডার ফেটেছে ৷ পরে ধোঁয়া ও বারুদের গন্ধ পেয়ে তাঁরা বুঝতে পারে সেখানে বোমা মজুত করা হয়েছিল ৷ আতঙ্কের জেরে আশেপাশের প্রায় সব বাড়ির লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন ৷ পুলিশি নজরদারি এড়িয়ে কীভাবে ওই বাড়িতে এত বিস্ফোরক মজুত করা হয়েছিল? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : অর্জুন সিং-র বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

হরিহরপাড়া, 8 জুন : বাড়িতে রাখা বোমা ফেটে উড়ে গেল বাড়ির একাংশ ৷ মুর্শিদাবাদের হরিহরপাড়ার নসিপুর মাঠপাড়ার একটি বাড়ির মধ্যে বোমা মজুত করে রাখা হয়েছিল ৷ সেই বোমা ফেটেই বাড়িটির একাংশ উড়ে গিয়েছে ৷ সোমবার বিকেলের ঘটনায় বিস্ফোরণের বিকট শব্দে গোটা গ্রাম কেঁপে ওঠে ৷

সোমবার বিকেলের ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া থানার নসিপুর মাঠপাড়া এলাকায় । স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিস্ফোরণের তীব্রতা থেকে মনে করা হচ্ছে সেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক মজুত করা ছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিহরপাড়া থানার পুলিশ । কেন বাড়িতে বোমা মজুত রাখা হয়েছিল? তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার পর থেকে পলাতক ওই বাড়ির সদস্যরা ৷ ঘটনায় কেউ জখম হয়নি বলেই জানা গিয়েছে ।

আরও পড়ুন : সবংয়ে তৃণমূল নেতার পোলট্রি ফার্মে বোমা বিস্ফোরণ

যে বাড়িটিতে এই বিস্ফোরণ হয়েছে, তার মালিক মইনুল শেখ ৷ ওই বাড়িটি একাংশ বিস্ফোরণে উড়ে গিয়েছে । প্রতিবেশীরা জানিয়েছেন, বিস্ফোরণের পরে তাঁরা মনে করেছিলেন গ্যাস সিলিন্ডার ফেটেছে ৷ পরে ধোঁয়া ও বারুদের গন্ধ পেয়ে তাঁরা বুঝতে পারে সেখানে বোমা মজুত করা হয়েছিল ৷ আতঙ্কের জেরে আশেপাশের প্রায় সব বাড়ির লোকজন ছুটে বাইরে বেরিয়ে আসেন ৷ পুলিশি নজরদারি এড়িয়ে কীভাবে ওই বাড়িতে এত বিস্ফোরক মজুত করা হয়েছিল? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ ৷

আরও পড়ুন : অর্জুন সিং-র বাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.