ETV Bharat / state

Sagardighi Bye Election: উপনির্বাচনের কোপ, বদলাল হাই মাদ্রাসা পরীক্ষার সূচি - সাগরদিঘি উপনির্বাচন

উপনির্বাচনের দিন ঘোষণা হতেই সেই দিনে থাকা পরীক্ষা পিছিয়ে গেল ৷ জেনে নিন, পরীক্ষার পরিবর্তিত দিন (High Madrasah and ICDS Exam)৷

Etv Bharat
জাতীয় নির্বাচন কমিশন
author img

By

Published : Jan 20, 2023, 11:09 PM IST

বহরমপুর, 20 জানুয়ারি : সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কারণে পিছিয়ে গেল হাই মাদ্রাসার পরীক্ষা ৷ একইসঙ্গে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হল মুর্শিদাবাদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা (High Madrasah and ICDS Exam Schedule Change)। পরবর্তী বিজ্ঞপ্তি জানানোর আগে এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

kolkata
হাই মাদ্রাসার পরীক্ষা সূচি বদলের বিজ্ঞপ্তি

আগামী 29 জানুয়ারি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, কর্মী ও সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল । আপাতত সেই লিখিত পরীক্ষা স্থগিত থাকছে । অন্যদিকে, ফেব্রুয়ারির 27 তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা ছিল । সাগরদিঘির উপনির্বাচনের কারণে সেই পরীক্ষার দিনেও পরিবর্তন করা হয়েছে ৷ সেদিনের পরিবর্তে পরীক্ষা হবে 9 মার্চ ৷

আরও পড়ুন : উপনির্বাচনের কোপে পরীক্ষা, বদলাল মাধ্যমিকের সূচি

প্রসঙ্গত, গত 29 ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা । মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি । এরপর ফেব্রুয়ারি মাসের 27 তারিখ ওই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । ফলে দু'দিক বিবেচনা করে দিন বদল করল মাদ্রাসা এডুকেশন । শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানায়, সাগরদিঘিতে উপনির্বাচন থাকার দরুন দ্বিতীয় ভাষার পরীক্ষা 27 ফেব্রুয়ারির বদলে 9 মার্চ হবে ৷ তবে দিন বদল হলেও পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হবে না ।

Murshidabad
আইসিডিএস পরীক্ষার সূচি বদলের বিজ্ঞপ্তি
সাগরদিঘি নির্বাচনের জেরে বদল আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষাতেও । ওইদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা থাকলেও উপনির্বাচনের জন্য বদলে তা করা হয়েছে 1 মার্চ ৷ সেই একই পথ অনুসরণ করল হাই মাদ্রাসা ও জেলা প্রশাসন ।

আরও পড়ুন : উপনির্বাচন ঘোষণা সাগরদিঘির, তবে ব্রাত্যই থাকল মানিকতলা

বহরমপুর, 20 জানুয়ারি : সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনের কারণে পিছিয়ে গেল হাই মাদ্রাসার পরীক্ষা ৷ একইসঙ্গে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত রাখা হল মুর্শিদাবাদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা (High Madrasah and ICDS Exam Schedule Change)। পরবর্তী বিজ্ঞপ্তি জানানোর আগে এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেই জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ।

kolkata
হাই মাদ্রাসার পরীক্ষা সূচি বদলের বিজ্ঞপ্তি

আগামী 29 জানুয়ারি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, কর্মী ও সহায়িকা নিয়োগের লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছিল । আপাতত সেই লিখিত পরীক্ষা স্থগিত থাকছে । অন্যদিকে, ফেব্রুয়ারির 27 তারিখ হাই মাদ্রাসার দ্বিতীয় ভাষার পরীক্ষা ছিল । সাগরদিঘির উপনির্বাচনের কারণে সেই পরীক্ষার দিনেও পরিবর্তন করা হয়েছে ৷ সেদিনের পরিবর্তে পরীক্ষা হবে 9 মার্চ ৷

আরও পড়ুন : উপনির্বাচনের কোপে পরীক্ষা, বদলাল মাধ্যমিকের সূচি

প্রসঙ্গত, গত 29 ডিসেম্বর প্রয়াত হন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সুব্রত সাহা । মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি । এরপর ফেব্রুয়ারি মাসের 27 তারিখ ওই কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন । ফলে দু'দিক বিবেচনা করে দিন বদল করল মাদ্রাসা এডুকেশন । শুক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে তারা জানায়, সাগরদিঘিতে উপনির্বাচন থাকার দরুন দ্বিতীয় ভাষার পরীক্ষা 27 ফেব্রুয়ারির বদলে 9 মার্চ হবে ৷ তবে দিন বদল হলেও পরীক্ষাকেন্দ্র এবং সময়ের কোনও পরিবর্তন হবে না ।

Murshidabad
আইসিডিএস পরীক্ষার সূচি বদলের বিজ্ঞপ্তি
সাগরদিঘি নির্বাচনের জেরে বদল আনা হয়েছে মাধ্যমিক পরীক্ষাতেও । ওইদিন মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা থাকলেও উপনির্বাচনের জন্য বদলে তা করা হয়েছে 1 মার্চ ৷ সেই একই পথ অনুসরণ করল হাই মাদ্রাসা ও জেলা প্রশাসন ।

আরও পড়ুন : উপনির্বাচন ঘোষণা সাগরদিঘির, তবে ব্রাত্যই থাকল মানিকতলা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.