ETV Bharat / state

Covid-19 Vaccine corruption : ভরতপুরে টাকার বিনিময়ে ভ্যাকসিনের স্লিপ বিক্রির অভিযোগ - ভরতপুর

60-এর ঊর্ধ্বে অথবা 60 থেকে 45 বছর বয়সের বাসিন্দাদের ভ্যাকসিনের স্লিপ বিতরণের কথা ছিল ৷ কিন্তু স্লিপ বণ্টনের দায়িত্বে থাকা স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা টাকার বিনিময়ে নিয়ম না মেনে 19, 20, 21 বছর বয়সীদের ভ্যাকসিন নেওয়ার স্লিপ দিয়েছেন ৷

চলছে ভ্যাকসিনেশন
চলছে ভ্যাকসিনেশন
author img

By

Published : Sep 7, 2021, 11:34 AM IST

Updated : Sep 7, 2021, 2:04 PM IST

ভরতপুর (মুর্শিদাবাদ), 7 সেপ্টেম্বর : সরকারি নির্দেশিকা না মেনে টাকার বিনিময়ে 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের ও 19, 20, 21 বছরের ব্যক্তিদের করোনাভ্যাকসিনের স্লিপ দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় ৷

সোমবার আলুগ্রাম গ্রামপঞ্চায়েত ভবনে 200 জন 60 বছরের ঊর্ধ্বে গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল ৷ তার বদলে বিলি করা হয়েছে 150টি কুপন আর 50 টি কুপন বিক্রির অভিযোগ উঠেছে মোটা টাকার বিনিময়ে । এই ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় ।

টাকার বিনিময়ে ভ্যাকসিনের কুপন বিলির অভিযোগ উঠল দেগঙ্গায়

মুর্শিদাবাদ জেলা পরিষদের শাসক দলের সদস্য বাবর আলি বলেন, "আজ ভরতপুর 1 নং ব্লকে আলুগ্রামে ভ্যাকসিনেশন চলছে ৷ ষাটোর্ধ্ব 200 জনকে ভ্যাকসিন দেওয়ার কথা ৷ তারপর 60 থেকে শুরু হওয়ার কথা ৷ দেখা যাচ্ছে, ব্লক প্রশাসনের আশা কর্মী, স্বাস্থ্যকর্মীরা 60-র নিচে 40 থেকে 45 বয়সের ব্যক্তিদের ভ্যাকসিনের স্লিপ বণ্টন করেছে ৷ আমাদের কাছেও সেই তথ্য দেওয়া হয়েছিল ৷" তাঁর অভিযোগ এখানে পুরোটাই বেনিয়ম চলছে ৷ আলুগ্রামের বাইরে ধুন্ধুরাতেও আশা কর্মীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে স্লিপ দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তিনি বলেন, "এতে আমাদের সরকার কালিমালিপ্ত হচ্ছে ৷"

এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান উত্তম পাল বলেন, "1, 2, 3, 4 নং সংসদে ভ্যাকসিনের স্লিপ বিতরণ করা হয়েছে ৷ আমি 3 নং গ্রামপঞ্চায়েতের সদস্য ৷ আমার 3 নং পঞ্চায়েতে মাত্র 13 জন ষাটোর্ধ্ব ব্যক্তিকে এবং ধুন্ধুরিয়া পঞ্চায়েতের প্রায় 35-40 জন ব্যক্তি, যাদের বয়স 19-20, তাদের ভ্যাকসিনের টোকেন দেওয়া হয়েছে ৷ যিনি দায়িত্বে ছিলেন তিনি একেক বাড়িতে 5 থেকে 7জনকেও স্লিপ দিয়েছেন ৷" তিনি জানিয়েছেন, স্লিপগুলি বিক্রি করার গুজব রটেছে, যদিও গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন স্বাস্থ্যকর্মীকে ৷

ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার

যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার । তিনি বলেন, "আমি জেনেছি ৷ তাই এখানে এসেছি ৷ পুরো ঘটনার তদন্ত করে দেখব ৷ যদি কেউ দোষী প্রমাণিত হন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ৷ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷" তিনি পরিষ্কার করে জানান, 80 বয়স থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ কোনও বাড়িতে এই বয়সের ব্যক্তি না থাকলে সেক্ষেত্রে 60 বছর বয়সের ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ সোমবার 50% প্রথম ডোজ আর 50% দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তিনি ৷ কোথাও দ্বিতীয় ডোজের সংশ্লিষ্ট বয়সের গ্রাহক না থাকলে সে ক্ষেত্রে 45 বছর অবধি কেউ থাকলে, তাকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ কিন্তু কোনও ভাবে 45-এর নিচে ভ্যাকসিন দেওয়া হবে না ৷ সোমবার প্রথম দিন কাজ হওয়ায় কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটা খতিয়ে দেখে শুধরে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷

ভরতপুর (মুর্শিদাবাদ), 7 সেপ্টেম্বর : সরকারি নির্দেশিকা না মেনে টাকার বিনিময়ে 60 বছরের ঊর্ধ্বে নাগরিকদের ও 19, 20, 21 বছরের ব্যক্তিদের করোনাভ্যাকসিনের স্লিপ দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ৷ ঘটনাটি মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় ৷

সোমবার আলুগ্রাম গ্রামপঞ্চায়েত ভবনে 200 জন 60 বছরের ঊর্ধ্বে গ্রামবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা ছিল ৷ তার বদলে বিলি করা হয়েছে 150টি কুপন আর 50 টি কুপন বিক্রির অভিযোগ উঠেছে মোটা টাকার বিনিময়ে । এই ঘটনায় চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকায় ।

টাকার বিনিময়ে ভ্যাকসিনের কুপন বিলির অভিযোগ উঠল দেগঙ্গায়

মুর্শিদাবাদ জেলা পরিষদের শাসক দলের সদস্য বাবর আলি বলেন, "আজ ভরতপুর 1 নং ব্লকে আলুগ্রামে ভ্যাকসিনেশন চলছে ৷ ষাটোর্ধ্ব 200 জনকে ভ্যাকসিন দেওয়ার কথা ৷ তারপর 60 থেকে শুরু হওয়ার কথা ৷ দেখা যাচ্ছে, ব্লক প্রশাসনের আশা কর্মী, স্বাস্থ্যকর্মীরা 60-র নিচে 40 থেকে 45 বয়সের ব্যক্তিদের ভ্যাকসিনের স্লিপ বণ্টন করেছে ৷ আমাদের কাছেও সেই তথ্য দেওয়া হয়েছিল ৷" তাঁর অভিযোগ এখানে পুরোটাই বেনিয়ম চলছে ৷ আলুগ্রামের বাইরে ধুন্ধুরাতেও আশা কর্মীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে স্লিপ দেওয়ার অভিযোগ উঠেছে ৷ তিনি বলেন, "এতে আমাদের সরকার কালিমালিপ্ত হচ্ছে ৷"

এ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান উত্তম পাল বলেন, "1, 2, 3, 4 নং সংসদে ভ্যাকসিনের স্লিপ বিতরণ করা হয়েছে ৷ আমি 3 নং গ্রামপঞ্চায়েতের সদস্য ৷ আমার 3 নং পঞ্চায়েতে মাত্র 13 জন ষাটোর্ধ্ব ব্যক্তিকে এবং ধুন্ধুরিয়া পঞ্চায়েতের প্রায় 35-40 জন ব্যক্তি, যাদের বয়স 19-20, তাদের ভ্যাকসিনের টোকেন দেওয়া হয়েছে ৷ যিনি দায়িত্বে ছিলেন তিনি একেক বাড়িতে 5 থেকে 7জনকেও স্লিপ দিয়েছেন ৷" তিনি জানিয়েছেন, স্লিপগুলি বিক্রি করার গুজব রটেছে, যদিও গ্রামবাসীরা হাতেনাতে ধরে ফেলেন স্বাস্থ্যকর্মীকে ৷

ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার

যদিও বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন ভরতপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক অবিনাশ কুমার । তিনি বলেন, "আমি জেনেছি ৷ তাই এখানে এসেছি ৷ পুরো ঘটনার তদন্ত করে দেখব ৷ যদি কেউ দোষী প্রমাণিত হন, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে ৷ তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷" তিনি পরিষ্কার করে জানান, 80 বয়স থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে ৷ কোনও বাড়িতে এই বয়সের ব্যক্তি না থাকলে সেক্ষেত্রে 60 বছর বয়সের ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হবে ৷ সোমবার 50% প্রথম ডোজ আর 50% দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তিনি ৷ কোথাও দ্বিতীয় ডোজের সংশ্লিষ্ট বয়সের গ্রাহক না থাকলে সে ক্ষেত্রে 45 বছর অবধি কেউ থাকলে, তাকে ভ্যাকসিন দেওয়া হবে ৷ কিন্তু কোনও ভাবে 45-এর নিচে ভ্যাকসিন দেওয়া হবে না ৷ সোমবার প্রথম দিন কাজ হওয়ায় কিছু ভুল ত্রুটি হতে পারে, সেটা খতিয়ে দেখে শুধরে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ৷

Last Updated : Sep 7, 2021, 2:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.