ETV Bharat / state

Allegation against Head Master : স্কুল তহবিলের 31 লাখ আত্মসাৎ, অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক - স্কুল তহবিলের টাকা আত্মসাৎ

স্কুল তহবিলের (School Development Fund) 31 লাখ টাকা আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৷ পলাতক বহরমপুরের ওই স্কুলের প্রধান শিক্ষক হিমাদ্রী চৌধুরী ৷

head master allegedly misappropriated rs 31 lakh from school development fund
স্কুল তহবিলের 31 লাখ আত্মসাতের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
author img

By

Published : Sep 13, 2021, 8:53 PM IST

বহরমপুর, 13 সেপ্টেম্বর : বহরমপুরে স্কুল তহবিলের (School Development Fund) প্রায় 31 লাখ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়েরের পর থেকে পলাতক অভিযুক্ত প্রধান শিক্ষক হিমাদ্রী চৌধুরী । আজ বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক সহ-শিক্ষকদের নিয়ে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলেছেন । ঘটনাটি বহরমপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের ।

ব্রিটিশ আমলে তৈরি বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল । দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের 31 লাখ টাকা তছরুপের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে । আদালতে চার্জশিটও জমা পড়েছে । চার্জশিটে প্রধান শিক্ষক পলাতক বলেই উল্লেখ করা হয়েছে । ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরে ।

আরও পড়ুন: Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

এ দিন বিদ্যালয়ে সহ-শিক্ষকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন পরিচালন সমিতির সম্পাদক সঞ্জীব মজুমদার । তিনি বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর সহ-শিক্ষকরা আমার কাছে 20 লাখ টাকা তছরুপের অভিযোগ জানান । পরে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে জানতে পারি উন্নয়ন তহবিল খাত থেকে উধাও আরও 11 লাখ টাকা ।"

আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

টাকা আত্মসাৎ প্রধান শিক্ষকের !

ডিআই-সহ সংশ্লিষ্ট দফতরে জানানোর পর হিমাদ্রী চৌধুরীর নামে অভিযোগ দায়ের করা হয় । ডিআই (জেলা শিক্ষা দফতর) থেকেও একটি তদন্ত করা হয় । তাতে অভিযোগের আঙুল ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে চার্জশিট দায়ের করেছে বহরমপুর থানার পুলিশ । তাতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক । স্কুল তহবিলের সমস্ত টাকা ফেরত ও প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহ-শিক্ষকরা ৷

আরও পড়ুন : CBI : আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর

বহরমপুর, 13 সেপ্টেম্বর : বহরমপুরে স্কুল তহবিলের (School Development Fund) প্রায় 31 লাখ টাকা তছরুপের অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে । তাঁর বিরুদ্ধে থানায় এফআইআর দায়েরের পর থেকে পলাতক অভিযুক্ত প্রধান শিক্ষক হিমাদ্রী চৌধুরী । আজ বিদ্যালয়ের পরিচালন কমিটির সম্পাদক সহ-শিক্ষকদের নিয়ে সাংবাদিক বৈঠকে এই অভিযোগ তুলেছেন । ঘটনাটি বহরমপুরের ঐতিহ্যবাহী কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলের ।

ব্রিটিশ আমলে তৈরি বহরমপুর শহরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল । দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের 31 লাখ টাকা তছরুপের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে । আদালতে চার্জশিটও জমা পড়েছে । চার্জশিটে প্রধান শিক্ষক পলাতক বলেই উল্লেখ করা হয়েছে । ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরে ।

আরও পড়ুন: Abhishek Banerjee : ভয় পেয়েই ত্রিপুরায় অভিষেকের পদযাত্রা রুখতে মরিয়া বিজেপি, তোপ কুণালের

এ দিন বিদ্যালয়ে সহ-শিক্ষকদের পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন পরিচালন সমিতির সম্পাদক সঞ্জীব মজুমদার । তিনি বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর সহ-শিক্ষকরা আমার কাছে 20 লাখ টাকা তছরুপের অভিযোগ জানান । পরে আমি ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে জানতে পারি উন্নয়ন তহবিল খাত থেকে উধাও আরও 11 লাখ টাকা ।"

আরও পড়ুন: Post Poll Violence: ভোট পরবর্তী হিংসা মামলার সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট

টাকা আত্মসাৎ প্রধান শিক্ষকের !

ডিআই-সহ সংশ্লিষ্ট দফতরে জানানোর পর হিমাদ্রী চৌধুরীর নামে অভিযোগ দায়ের করা হয় । ডিআই (জেলা শিক্ষা দফতর) থেকেও একটি তদন্ত করা হয় । তাতে অভিযোগের আঙুল ওঠে প্রধান শিক্ষকের বিরুদ্ধে । ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতে চার্জশিট দায়ের করেছে বহরমপুর থানার পুলিশ । তাতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক । স্কুল তহবিলের সমস্ত টাকা ফেরত ও প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সহ-শিক্ষকরা ৷

আরও পড়ুন : CBI : আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.